বর্তমান সময়ে অনেকেই ইউটিউবে ভিডিও তৈরি করে থাকে। ভিডিওতে বিভিন্ন ধরণের মিউজ ব্যবহার করে । যার করণে মিউজিক গুলোর যারা অর্জিনাল ক্রিয়েটর তারা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় এবং ভিডিওতে মিউজিক প্লে হয় কিন্তু মনিটাইজ হয় না।

চলুন দেখে নেওয়া যাক কোনো ক্রিয়েটর কপিরাইট স্ট্রাইক দিলে সেটা কেমন দেখাবে ।

কপিরাইট স্ট্রাইকঃ

ডাউনলোড করে নিন সেরা ১০টি রয়্যালিটি মিউজিক ।

ইমেইজে দেখুন কপিরাইট ক্লেইম করেছে কিন্তু ভিডিও পাবলিক করা আছে। এটার মানে হলো আপনার ভিডিও সবাই দেখতে পারবে, মিউজিকও শুনতে পারবে কিন্তু আপনি ভিডিও থেকে কোনো আর্নিংস পাবেন না । এটা একটা মহা ঝামেলার ব্যাপার ।

এবার চলুন দেখাই আসল স্ট্যাটাস ।

ডাউনলোড করে নিন সেরা ১০টি রয়্যালিটি মিউজিক ।

দেখুন বলে দিয়েছে “Not affected” The Content ID claim on your video doesn’t affect your channel. This is not a copyright strike.

ভিজেব্যালিটি দেওয়া “Public” Everone can see this video.

এবার মনিটাইজেশন ট্যাব দেখুন “You’re not in the YouTube Partner Program”

মূল ব্যাপারটা এখানেই । ইউটিউবের সবাই ভিডিও দেখতে পারবে কিন্তু কোনো ইফ্যাক্ট পরবে না চ্যানেলে । আবার এটাও বলে দিয়েছে, এইটা কোনো কপিরাইট স্ট্রাইক না ।

কিন্তু মেইন ব্যাপার হলো আপনি ইউটিউব মনিটাইজেশনে পার্টনার প্রোগ্রামে নাই। মানে আপনার ভিডিও মনিটাইজ করবে না । ঠিক আছে? এটাই সাইন্স।

যাইহোক এবার চলুন ডাউনলোড করে নেওয়া যাক সেরা কিছু রয়্যালিটি মিউজিক ।

মিউজক টাইটেলঃ China Japan Korea Dubstep

License Certificate

লাইসেন্স দেওয়া আছে জীপ ফাইলের মধ্যেই সো নো টেনশন।

মিউজিক টাইটেলঃ Modern Classic (Long)

লাইসেন্সঃ

লাইসেন্স ফাইল জীপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন।

ডাউনলোড করে নিন সেরা কিছু রয়্যালিটি মিউজিক ।

মিউজিক টাইটেলঃ Micrah – Dark Electro (Full Version)

মিউজিক টাইটেলঃ For EDM Party

মিউজিক টাইটেলঃ Irish (Full Version)

মিউজিক টাইটেলঃ This Is Just the Beginning – no male vocal

মিউজিক টাইটেলঃ Miami Club

মিউজিক টাইটেলঃ Leon Felekyan – Secrets of the Universe

মিউজিক টাইটেলঃ The Epic Trailer Full Track

এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো ।

ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্‌ হাফেজ ।

লেখাঃ MH Mamun

12 thoughts on "ডাউনলোড করে নিন সেরা কিছু রয়্যালিটি মিউজিক ।"

  1. foysal Contributor says:
    good post…
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই ।
  2. Sadaq Contributor says:
    টাইটেলে সম্ভবত “রয়্যালিটি মিউজিক” না হয়ে, “রয়্যালিটি ফ্রি মিউজিক”। তা যাই হোক কাজের জিনিস।
    1. Sadaq Contributor says:
      ওহ! আমার ভুল, ভালো করে দেখে বুঝলাম!
    2. এম এইচ মামুন Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ভাই ।
    3. এম এইচ মামুন Author Post Creator says:
      ব্যাপার না । ভুল তো মানুষই করবে সে আমি হই বা আপনি । ভুল ধরিয়ে দিলে অবশ্যই শুধ্রিয়ে নিবো । ধন্যবাদ আবারো ।
  3. Emrantahsin Contributor says:
    Onek ধন্যবাদ
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।
  4. এম এইচ মামুন Author Post Creator says:
    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।
  5. SHAWON 60 Contributor says:
    আচ্ছা ভাই আমি যদি এই মিউজিক ইউটিউব ভিডিওতে ইউজ করি তাহলে কি কপিরাইট আসবে অথবা এই মিউজিক ইউজ করলে কি মনিটাইজ অন করা যাবে অথবা লাইসেন্সের কি কোনো ঝামেলা আসবে
    1. এম এইচ মামুন Author Post Creator says:
      কোনো সমস্যা নেই “zip” ফাইলের মধ্যে লাইসেন্স আছে। কপিরাইট ধরলে জাস্ট “Dispute” করে বলে দিবেন আপনার কাছে এই মিউজিক এর লাইসেন্স আছে তাহলে কপিরাইট ধরবে না। ধরলেও কপিরাইট রিমুভ করে দেবে।

Leave a Reply