AdSense Approval Ninja Tips পর্বে AI-Based WordPress ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল শেয়ার করবো।
AdSense Approval Ninja Tips এর আগেও কিছু পর্ব শেয়ার করা হয়েছিলো।
তাই যদি আপনি নতুন হয়ে থাকেন তবে প্রথম পর্ব থেকে শুরু করার অনুরোধ রইলো।
- Top 50 Business Idea You Can Start From Home 2022 ( Part – 1 )
- Income কত প্রকার আপনি জানেন কি ? (Business Idea – Part 2 )
- Domain And Hosting কি? কি কাজে ব্যবহার করা হয় ( Business Idea – 3 )
- How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 4 )
- How To Config Domain On Cyber Panel And Install WordPress (Part – 5 )
আপনি যদি সকল পর্ব পড়ে থাকেন তবে আশা করি একটা ব্যাসিক ধারনা এর মধ্যে পেয়ে গিয়েছেন।
Business Idea সিরিজ টিতে নানা ধরনের আয় করার মাধ্যম কিংবা টিপস শেয়ার করার জন্য মেক করা হচ্ছে।
সো চলুন দেরী না করে আমাদের AdSense Approval Ninja Tips বা আমাদের মেইন টপিকের দিকে অগ্রসর হওয়া যাক।
AdSense:
এটা একটা আর্ন করার মাধ্যম ধরে নিতে পারেন যা কিনা গুগল দ্বারা নিয়ন্ত্রিত।
আর আশা করি এটা নিয়ে কম বেশী সবাই জানেন।
তারপরেও ছোট করে বলি আপনার ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে আর সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
এটা জাস্ট একটা মাধ্যম গুগল ছাড়াও অনেক মাধ্যম যদিও রয়েছে তারপরেও গুগল এখন পর্যন্ত আমার পছন্দের শীর্ষে।
কিভাবে শুরু করবেন?
প্রথমত গুগল এডসেন্স এপুভাল এর জন্য ইউনিক ২০ টা কপি মুক্ত পোষ্ট ,
রেসপন্সিভ ডিজাইন আর কিছু পেজ তৈরী করতে হবে জাস্ট।
প্রতিটি পোষ্ট ১০০০+ ওয়ার্ড করা আবশ্যক
এছাড়াও আপনার ওয়েবসাইটে ভিজিটর দরকার হবে।
ভিজিটর যদি না থাকে তাহলে গুগল কাকে বিজ্ঞাপন দেখাবে তাই নয় কি?
ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি তাই আপনার ভিজিটর নিয়ে সমস্যা হবেনা।
তারপরেও একটা ঝামেলা থেকেই যায় আর তা হলো কন্টেন্ট আপনার সাইটে যদি কন্টেন্ট না থাকে তাহলে ভিজিটর দিয়ে কিছু হবেনা।
তো আমাদের প্রথম কাজ হলো একটা ওয়েবসাইট তৈরী করা ।
সেখানে সর্বনিম্ন ২০ টা পোষ্ট করা এবং এডসেন্স এর জন্য আবেদন করার জন্য সাইট টা সুন্দর ভাবে তৈরী করা।
আর পাশাপাশি ওয়েবসাইট টি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। এস এই ও করতে হবে।
আস্তে আস্তে আমরা সকল কাজ গুলোই করবো এখন কথা হলো আপনি যদি নিজেই পোষ্ট করেন তাহলে সেটা AI-Based কিভাবে হবে?
আর নিজেই যদি সব করেন তাহলে আর নিনজা ট্রিক কি কাজে আসবে।
বলছি তবে আগে ব্যাসিক জেনে নিন এবং এডসেন্স পেয়ে আপনি কি করবেন সেটা জেনে নিন।
আপনি চাইলে নিজেই ব্যবহার করতে পারেন অথবা চাইলে এডসেন্স এপ্রুভাল হয়ে গেলে সেল করে দিতে পারেন।
সদ্য এডসেন্স এপ্রুভাল সাইট এর দাম ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত সেল হয়ে থাকে।
পিন ভেরিফাই এডসেন্স ১৫-২০+ হাজার টাকায় সেল করা সম্ভব।
এছাড়াও মার্কেটপ্লেসে এটার চাহিদা রয়েছে যেমনঃ Fiverr, upwork, freelancer etc
তাহলে বুঝতেই পারছেন ট্রিক টি দিয়ে আপনি কি করতে পারবেন।
যদি আপনি বুঝতে না পারেন তবে এই পোষ্টের কোন ভ্যালু নেই আপনার কাছে।
আর যদি বুঝতে পারেন তবে আপনি ভবিষ্যতে জানিয়েন আমাকে অপেক্ষা করবো।
যারা আজকে ট্রিক ফলো করবেন তারা পর্ব ৭-৮ না দেখে এডসেন্স এর জন্য এপ্লাই করবেন না।
তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন।
তবে এটুকু সাবধানতা অবলম্বন করবেন ১৫ দিনের আগে কেউ এডসেন্স এপ্রুভাল এর জন্য এপ্লাই করবেন না ।
এই ১৫ দিন জাস্ট পোষ্ট এর লিংক যতটা সম্ভব শেয়ার করবেন অন্যদের কাছে।
তাহলে চলুন আজ বানিয়ে ফেলি একটি AI-Based/ Automatic ওয়েবসাইট যা একবার বানিয়ে রেখে দিলেই হবে।
এবং এই সাইট যদি সেল না করেন তবে এটা থেকে ১০০-৫০০+ ডলার মাসে প্যাসিভ ইনকাম করা পসিবল।
তাহলে চলুন বানিয়ে ফেলা যাক একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিচের ভিডিও ফলো করে ।
ভিডিওতে যে সব Theme এবং প্লাগিন্স ব্যবহার করা হয়েছে তা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আর কিছু Feed Link
News:
==================
https://www.thecipherbrief.com/feed
https://www.rt.com/rss/news/
LifeStyle:
===================
https://www.luxuo.com/feed
https://www.lovehappensmag.com/blog/feed/
https://www.jomashop.com/blog/rss/
Business:
====================
https://www.noobpreneur.com/feed/
https://learn.g2.com/rss.xml
https://www.sage.com/en-gb/blog/feed/
https://joinhomebase.com/feed/
https://www.jeffbullas.com/feed/
https://www.sidehustlenation.com/feed/
Tv Shows:
=====================
https://www.monstersandcritics.com/feed/
https://www.iheartbritishtv.com/feed/
Travel
=============================
https://solotrekker4u.com/feed/
https://www.thebarefootnomad.com/feed/
Banned Word:\
=================
404 error
503
Error
unathentic
আশা করি বাকীটা আপনার গুছিয়ে নিবেন ইনশাআল্লাহ্ দেখা হচ্ছে পরবর্তী পর্বে।
তাহলে আজকের মত বিদায় দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
লেখকঃ Cyber Prince
আর মানুষ গুলো বাংলাদেশের হবে।
বাহিরের কান্ট্রির হলে চলবেনা।
কারো এ ব্যাপারে হেল্প করার মত থাকলে জানাবেন প্লিজ ?
contact Instagram: https://www.instagram.com/ig_rafiqul.islam/
mail: [email protected]
https://diptachowdhury.blogspot.com/
no vaild plugin were found ase
কিনতে চাইলে ইনবক্স করুন আমার ফেসবুকে।