আজ আপনাদের জন্য একটি বাংলাদেশী পিটিসি আর্ন সাইট পোস্ট করলাম।
আমি এই সাইট থেকে বিকাশের মাধ্যমে টাকা পেয়েছি অনেক বার এবং নিয়মিত কাজ করে যাচ্ছি।
এইখানে কাজ করতে কোন অবিজ্ঞতা লাগেনা। শুধু কম্পিউটার এর সাথে নেট যুক্ত থাকলে চলবে।
অনলাইনের মাধ্যমে ফ্রী অ্যাকাউন্ট খোলে আপনি ও ঘরে বসে আয় করতে পারবেন টাকা।
সাইটটি ওপেন করে অ্যাড ক্লিক করা আপনার কাজ। এই সাইট থেকে অনেকেই টাকা পেয়েছে।
ইচ্ছে করলে আপনিও কাজ শুরু করে দিতে পারেন।

এই সাইট টি payment proof । হতাস হওয়ার কোন ঝামেলা নেই ।৩ বছর ধরে payment দিতেছে।

কাজ শুরু করার আগে ফ্রীতে সাইনআপ করতে নিতে হবে। আপনিও [ এইখান থেকে ] সাইআপ করে নিন।

সাইনআপ সম্পন্ন হলে আপনিও এই সাইটের একজন সদস্য হলেন। এখন থেকে আপনিও ঘরে বসে আয় করতে পারবেন।

সাইট থেকে আয় করবেন যে ভাবেঃ

প্রথমে সাইটে লগইন করেন। সঠিক ভাবে লগইন হলে setting এ গিয়ে setting আপডেট করে নিন।

আপনি Earn coin এ মাওস নিয়ে গেলে অনেকে গুলি সাব মেনু দেখবেন। প্রতিটি মেনু থেকে আপনি আয় করতে পারবেন। ( যতি আপনার সব কয়টিতে Account না থাকে অ্যাকাউন্ট করে নিবেন যেমনঃ Facebook, twitter, Linkedin, Delicious, Stumbleupon, Pin Reset, DiigoThamblr ইত্যাদি )।

Settings এ ক্লিক করেন। এইখানে যে ফরমটি আসছে তাহা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আপনার সকল আইডি-র Username বসাবেন এবং নিছে Update ক্লিক করে পিরে আসবেন।

এখন Coins আয় করা শুরু করতে পারেনঃ
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুন এরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটিpage লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।

এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আয় করতে পারবেন এতে আয় বেশি হবে।

দিন শেষে Daily Bonus option এ ক্লিক করুন ,আপনার কাজের লিমিট ঠিক থাকলে দিন শেষে এখান থেকে ৩০- ৫০ কয়েন বোনাস পাবেন।

রেফার থেকে আয়ঃ
Refer option (promote/ Refer) এ আপনার Refer link পাবেন সেই লিংক দিয়ে বন্ধুদের Register করান এবং এখান থেকেও আয় করুন। দ্রুত আয় করতে বেশি বেশি Refer করতে হবে।

2 ডলার হলেই টাকা তুলতে পারবেন Payza বা bKash ( grameenphone / Robi এর মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে। bKash থেকে টাকা তুলতে আপনার কাছাকাছি থাকা bKash agent থেকে আপনার grameenphone বা Robi SIM Register করে নিন ফ্রীতে.

যাদের বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট করে যানাতে পারেন। জারা
mobile দিয়ে কাজ করতে চান তারা google crome এর latest version use করেন।
আজকের মত বিদায়।

18 thoughts on "ইনকাম করুন ফেসবুক দিয়ে আর payment নিন bkash এ"

    1. biggani Contributor Post Creator says:
      site e giya dekhen
  1. mithunkumer626346 Author says:
    ****In order to earn coins you need to allow pop-ups from shareyt.com****

    ata dakarsa ke korbooo

    1. biggani Contributor Post Creator says:
      ok daow
  2. Dipto222 Author says:
    yes…ata true..ami ata use kori
    1. biggani Contributor Post Creator says:
      1;2;3;4;5
  3. ronyc Author says:
    vai… sootti????
  4. ronyc Author says:
    vai… payment paici
  5. Himel333Ahmed Contributor says:
    Vai FBI Link kiva a dibo
  6. Himel333Ahmed Contributor says:
    bkash personal a pabo vai
  7. zubaid Contributor says:
    vai apnar fb id ta den…plz
  8. Riponraihan123 Contributor says:
    kaj korbo kivabe bujtesina mobile numberta dan details sunbo
  9. Alamin200 Author says:
    [color=Red]hi friend[/color]

Leave a Reply