১) কি শিখব?
Find you bayer
উত্তর : প্রথমত এটাই হচ্ছে মুখ্য বিষয় | এটার উপর ভিত্তি করেই বাকিটা গড়ে উঠে | সেক্ষেত্রে প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে আসলে সে কি চায় ?

এজন্য বিভিন্ন ওয়েব সাইট আছে, আছে ফেসবুক গ্রুপ, আছে অনেক ব্লগ সাইট যেখানে এইব্যাপারে অনেক টিপস আছে | সাধারনত নতুনরা যেটা করে প্রথমেই গ্রুপ গুলোর ডকফাইল না পরেই টিউন করে থাকে তাতে সে অনেক কিছুই জানা থেকে বঞ্চিত হয় | ডকফাইল পড়ে নিজের মাঝে একটা আইডিয়া নিতে হবে যে আসলে সে কোনদিকে যেতে চায় | এক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরি টা হল, সে কোন দিকে বেশি আকর্ষণ ফিল করে | কিসে তার মন কাজ করতে ভালবাসে |

যেমন অনেকের গ্রাফিক্স এর কাজ করতে ভালো লাগে. সে সেদিকে যেতে পারে| আবার কারো ওয়েব এর কাজ গুলো ভালো লাগে | এক্ষেত্রে সবচেয়ে উপকার হয় সে নিজেই, কেননা যেটা শিখতে চাইবে অবশই ভালোবেসে করতে হবে |

# সব কাজগুলোই শিখতে সময় নিতে হয়, সেক্ষেত্রে কাজ শিক্ষার প্রতি আগ্রহ এবংভালবাসা না থাকলে সে বেশিদূর এগিয়ে যেতে পারেনা | মাঝপথেই হতাশ হতে হয় |
তাই আমি বলব, সেই কাজটাই নির্বাচন করুন যেটা আপনাকে আনন্দ দেয় | এবং সময় নিয়ে নিবেন হাতে |

 

২) কিভাবে শুরু করবো?
jobboard
উত্তর : এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় |

আমরা কিছু শুরু করা বলতেই কোন প্রতিষ্টান থেকে কোর্স করাকেই বুঝি | কিন্তু যারা সিনিয়র ভাইয়া আছেন তারা যেটা সাজেস্ট করেন টা হল গুগুলিং কর আর অনলাইন টিউটোরিয়াল দেখে শিখা শুরু কর |

এক্ষেত্রে নতুনদের সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হল, কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারেনা | সেক্ষেত্রে কোচিং সেন্টার গুলো এই বেসিক আইডিয়া দিয়ে দেয় | এটা তাদের প্লাস পয়েন্ট |

কিন্তু শুরুতেই কোর্সের পিছনে না ছুটে সবার উচিত হবে, বিভিন্ন সাইট ঘুরে নিজেনিজে তা বুঝার চেস্টা করা যে আসলে তারা কিভাবে কি করেছে |

তাতে বেসিক লেভেল টা অনেক মজবুত হয় | শুরুতেই হাই লেভেলে যাওয়ার আশা করে হতাশ না হওয়ায় ভালো |

৩) প্রশ্ন : কোচিং সেন্টার ই সব শিখায় কিনা? তাতে আয় করা যাবে কিনা?

উত্তর : আমার জানামতে বেশিরভাগ কোচিং সেন্টার এ খুব হাই-লেভেল করে বলে মনে হয়না। তবে যতটুকু সম্ভব একজনকে প্রস্তুত করে দেয়।

কোচিং সেন্টার গাইডলাইন দিয়ে দিবে কিভাবে কি করতে হয় বাকিটা নিজের ই করা লাগবে।

তাতে আয় করা সহজ নয়। প্রফেশনালি কাজের জন্য আরো অনেক বেশি চর্চার প্রয়োজন। যেটা ৩-৪ মাসে হয়না।

অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কিন্তু খুব অল্প সময়ে ওয়েব এ সফল হতে কাউকে দেখিনি।

গ্রাফিক্স ডিজাইন এও একই তবে সেটার ক্ষেত্র বেশি হওয়ায় অনেকে ভালো কাজ করে দ্রুত সফল হচ্ছে।

(সম্মানিত কোচিং প্রতিষ্ঠানের মালিকগন মনে কিছু নিয়েন না। এটা জাস্ট বুঝানো যে এর বাইরেও শিখতে হবে)
৪) প্রশ্ন : দ্রুত আয় করা যাবে কোনটা শিখে?
উত্তর : দ্রুত আয়ের শর্টকাট মাথায় না আনাই ভালো। সময় নিয়ে কাজ শিখেন, একদিন টাকা আপনার পিছনে ছুটবে।

৫) প্রশ্ন : সহজে শিখা যাবে কোনটা?
উত্তর : কোন কাজই সহজ নহে। তাই পরিশ্রম করার চিন্তা নিয়েই আসতে হবে।

 

৬) প্রশ্ন : কিভাবে শিখা যাবে?
উত্তর : সেক্ষত্রে অনেক ব্লগিং সাইট পাবেন, একটু কষ্ট করে গুগল করেন। এর চেয়ে সহজ উপায় নাই। বাংলাতে অনেক টিঊটোরিয়াল আছে। ইউটিউব সার্চ করেন কিছুনা কিছু পেয়ে যাবেন। খুজে খুজে বের করার অভ্যাস টা তৈরি করতে হবে।

অনেক ফেসবুক গ্রুপ পাবেন সেগুলোতে গিয়ে গ্রুপের ডক ফাইল দেখেন অনেক নিয়ম কানুন পাবেন।

 

৫) প্রশ্ন : শিখতে কত সময় লাগবে?

dfgfd
উত্তর : সেটা আপনার উপর নির্ভর করে।আপনি কতটা সময় নিয়ে শিখবেন। কতটা সময়এর পিছনে ব্যয় করবেন। আর কতটা টেকনিক্যালি আপনি আয়ত্ব করবেন সেটা আপনারক্ষমতার উপর নির্ভর করে। কারো ৬ মাস আবার কারো ১ বছর ও লাগে।

অযথা ছোট প্রশ্নের জন্য কাউকে বিরক্ত করা নিতান্তই বিরক্তিকর কাজ। কেউ আপনাকেহাতে কলমে বুঝিয়ে দেয়ার জন্য বসে নাই। আর যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ্‌।

# যে যে সেকটরে যেতে চায় সে সেক্টরের রিসোর্স কালেক্ট করা | কাজের সময় যাতে সেগুলো কাছে পাওয়া যায়, কেননা কাজের সময় যদি সেগুলো খুজতে সময় নষ্ট হয়তাতে মনোযোগ হারিয়ে যায় |

# চাইলে আপনার পরিচিত অভিজ্ঞ ভাইয়াদের সাহায্য নিতে পারেন, জানতে পারেন তারা আসলে কিভাবে কাজ করে| তাতে কাজের গতি বাড়বে এবং অনেক সময় বাচবে |

# কেবল রিসোর্স কালেক্ট করে গেলে হবেনা সেটা নিয়ে গবেষণা করতে হবে | সময় নিয়ে কাজ করতে হবে |নিজের ভুলগুলো ধরা শিখতে হবে |

# প্রথম দিকে এই সমস্যা টা বেশি হয় টা হল সিম্পল বিষয় ভুল হয় কিন্তু ধরতেপারেনা আর সেজন্য নিজের মাথার অবস্থা খারাপ হয়ে যায়, আর অনেকে অন্যেরমাথাও খারাপ করেন | সেক্ষত্রে বলব, আপনারা অন্যের কাজগুলো দেখেন, অনেকভালো ফ্রি ফাইল পাবেন দেখুন তারা কিভাবে সমাধান করেছেন |

# আপনি যেটা চাইছেন সেটা নিয়ে গোগল করা শিখুন | তাতে আপনি নিজেই অনেক রিসোর্স পেয়ে যাবেন |

# অনেকগুলো একসাথে শিখার চেস্টা না করাই ভালো | তাতে কোনটাই ভালমত শিখা হয়না | প্রত্যেকদিন ধাপে ধাপে অল্প অল্প করে শিখুন আর প্র্যাকটিস করুন | তাতে ভুলগুলো ধরা পড়বে | প্র্যাকটিস এর বিকল্প নাই |একটা সময় বরাদ্দ করে নিন কখনকি করবেন |

practice kora

অবশ্যই নতুন নতুন ট্রেন্ড সম্পর্কে প্রতিদিন একবার হলেও গবেষণা করবেন | না হলে নতুন কিছু থেকে বঞ্চিত হওয়ার সম্ভবনা আছে |

অন্যের সাথে অবশ্যই আপনি যা করছেন শেয়ার করবেন| অন্যকে সাহায্য করবেন তাতে আপনার নলেজ আরো বেশি বৃদ্ধি পাবে …….

Knowlage

এখানে কিছু কমন বিষয় তুলে ধরা হয়েছে মাত্র ………….ভুল কিছু পেয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

2 thoughts on "অনলাইনে নতুন?গাইডলাইন পাচ্ছেন না?তাদের করা কিছু কমন প্রশ্ন ও উত্তর"

  1. mr.razu Contributor says:
    ow…Thanks for explain….

Leave a Reply