কম দামের মধ্যে যদি মাসিক প্রক্সি ক্রয় করে কাজ করতে চান তবে আমি একটা সাইট সাজেস্ট করছি সেটা দেখতে পারেন।

 

এই সাইটে মূলত Http প্রক্সি প্রোভাইড করে আর T-mobile এবং Verizon Static টা দিয়ে মোটামুটি কাজ করা যায়।

 

আপনি মাত্র ১০ ডলার দিয়ে একটি মাসিক প্রক্সি ক্রয় করে নিতে পারবেন এখান থেকে আর হ্যা ভার্চুয়াল কার্ড দিয়ে ও ক্রয় করা যায় সাথে ক্রিপ্টকারেন্সি তো আছেই। আর ক্রিপ্ট কোথায় ক্রয় করতে পারবেন আশা করি জানেন আর না জানলে Binance দিয়ে যেভাবে P2P তে গিয়ে সেল করেছেন ঠিক সেভাবে Buy অপশন ব্যবহার করে ক্রয় ও করতে পারবেন তাহলে হয়ে গেল সমাধান কিভাবে ক্রয় করবেন।

 

এগুলো যেহেতু ডায়নামিক প্রক্সি তাই আইপি লোকেশন এমন ভাবে দেখাবে যে আপনি প্রতিদিন ভ্রমন করছেন বাসায় ফিরছেন যদিও আপনি সব সময় এক জায়গায় বসেই কাজ করছেন।

 

একটু ভালো আইপি পেতে চাইলে তাদের ২০ ডলারের Verizon টা ট্রাই করতে পারেন অন্য যেমন Cognet এবং Sprint ক্রয় করার দরকার নেই।

Static আইপি গুলো লোকেশন সব সময় সেম দেখাবে আর এটা কাজের জন্য ভালো তবে সব সাইটে গুলো না আমি যে সাইট এর কথা এতক্ষন ধরে বলছি সেটার লিংক নিচে এড করে দেওয়া হলো।

Website Link

যদি বলেন না ৩-৫ ডলারের কিছু নেই আছে তো ভাই চলেন সেটা নিয়ে আলোচনা শুরু করে দেই।

 

Daily ৫০ টা আইপি ৩০ দিন ৮ ডলারে নিতে পারবেন আর ১৫ দিন হলে ৫ ডলারে তবে এখানে ৫০ টা ডেইলি নিতে পারলেও আইপি গুলো কখন ডেড হয়ে যাবে কোন গ্যারান্টি নেই তবে যদি অল্প সময়ের কাজ হয় তবে এগুলো ট্রাই করতে পারেন এখানে অনেক রেসিডেন্সিয়াল প্রক্সি পেয়ে যাবেন।

 

 

আর রিচার্জ এর জন্য হতে পারে ক্রিপ্ট আপনার বেস্ট চয়েস কারন এটা সহজেই আপনি কালেক্ট করতে পারবেন আবারো বলছি এই খানে রেসিডেন্সিয়াল আবার ডাটা সেন্টারের প্রক্সি ও পাওয়া যায় তাই প্রক্সি নির্বাচনে ভুল করা যাবেনা আর ব্লাক লিস্ট No যে গুলো সেগুলো ব্যবহার করতে পারেন।

 

ওয়েবসাইট লিংক 

সব সার্ভে হবে এমন কিছু নেই আছে তো চলেন সেটাও দেখে নেই

 

 

 

Bigmama Network এ আপনি ভালো মানের প্রক্সি পাবেন যেগুলো অনেক ভালো কাজ হয়ে সার্ভে তে কিন্তু প্রধান সমস্যা হলো আইপি ডাউন থাকে বেশির ভাগ আর অনেক স্লো কাজ করে তবে সব যে স্লো তা না ফাস্ট প্রক্সি ও আছে সাথে ফ্রেশ ও আছে তবে আপনাকে সেটা বাছাই করে নিতে হবে।

 

এখানে ৫ টা সবুজ যেগুলো শো করছে সেগুলো ফ্রেশ এবং ব্লাক লিস্টেড নয় তবে Activity দেখে নিতে হবে যাতে ২৪ ঘন্টার মাঝে ২০ ঘন্টাই ডাউন না থাকে আর কত জন ব্যবহার করছে সেটা আইপির সাথেই লেখা দেখবেন। এখানে আপনি ডেইলি আইপি ক্রয় করতে পারবেন শেয়ার আইপি ০.৫০ সেন্ট থেকে ০.৬০ সেন্ট দিয়ে ক্রয় করতে পারবেন আর সিংগেল ইউজার প্রাইভেট ইউজ করতে চাইলে ১.৫০ থেকে ১.৮০ ডলার পর্যন্ত ডেইলি গুনতে হবে।

 

আর এই সাইট থেকে আইপি ক্রয় করার পর ৪ ঘন্টার মধ্যে যদি আইপি ডাউন হয়ে যায় রিফান্ড পাবেন ব্যালেন্স কিন্তু যদি এর বেশী হয়ে যায় তখন রিফান্ড দিবেনা।

ক্রিপ্ট দিয়ে ডিপোজিট করতে পারবেন ৫ ডলার থেকে শুরু করে আর মনে রাখবেন শেয়ার আইপি দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে যে সেই আইপি দিয়ে আগে একাউন্ট ভেরিফাই করবে সে কাজ করতে পারবে যদি সেম সাইটে আপনি একাউন্ট করেন আপনি ব্যান খাবেন এগুলো মাথায় রেখে প্রক্সি ক্রয় করবেন।

ওয়েবসাইট লিংক 

এগুলো হচ্ছে কম প্রাইসের মধ্যে আপনার জন্য ভালো কাজ করবে আর যদি চান যে না আমি অনেক ভালো আইপি দিয়ে কাজ করবো তবে আমাদের প্রক্সি পর্ব পড়ে আসুন সেখানে সব থেকে বেস্ট প্রক্সি সাইট গুলো শেয়ার করেছি তবে ডিপোজিট করতে হয় অনেক।

তাহলে আশা করি আপনাদের সাইট গুলোর সার্ভিস ভালো লাগবে তবে মনে রাখবেন আমি কোন প্রকার রেফার করিনি আমি আগে ব্যবহার করেছিলাম ভালো লেগেছে তাই শেয়ার করেছি।

তাহলে আজকের মত বিদায় দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

লেখকঃ Cyber Prince & ImDarkMagician

3 thoughts on "কম দামে মাসিক প্রক্সি এবং ডেইলি প্রক্সি ( পর্ব – ২৬ )"

  1. Mahfuz Allum Contributor says:
    bdix bypass korar jnno proxy kothai theke kinte parbo
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ BDIX দেশী পন্য আর দেশী তে আমার সমস্যা বেশী তাই গ্যারান্টি দিচ্ছি এই নিয়ে পোষ্ট বা আর্টিকেল পাবেন না আমার থেকে, তবে ট্রিকবিডি ঘুরে অন্যদের টা দেখুন
  2. MDHABIBULLAH Contributor says:
    Apner Contact number dewa jabe .apner team a join kre kaj krthe chai

Leave a Reply