বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
=====================================
সকল সিমের ফ্রি নেট টিপস ও সকল সিমের ইন্টারেট
বোনাস অফার জানতে নিচের পেইজে লাইক দেন। অফিসিয়াল পেইজে একটি লাইক দেওয়া জন্য অনুরোধ করা হল: আমাদের এর লাইক পেইজ পেতে এখানে ক্লিক করুন
=======================================
জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপসহ মোবাইল সিম/ রিম
নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
কার্যালয়ে বেলা ১১টায় এই প্রক্রিয়ার উদ্বোধন করবেন
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এর পর থেকে যেকোনো মোবাইল অপারেটরের সিম বা
রিম সংযোগ কিনতে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ
লাগবে। ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধনহীন সিম ব্যবহার
করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের
অভিযোগ বাড়তে থাকায় আঙুলের ছাপ পদ্ধতিতে সিম
পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার।
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে
সর্বোচ্চ ২০টি মোবাইল সিমকার্ড রাখা যাবে। কারো
কাছে ২০টির বেশি সিম থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে
বন্ধ হয়ে যাবে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ
জয়ের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা
শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের
(এনআইডি) বিপরীতে বা ব্যক্তির েেত্র সর্বোচ্চ ২০টি
সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কয়েক
দিনের মধ্যে বিটিআরসি এ বিষয়ে নির্দেশনা জারি
করবে। তবে করপোরেট গ্রাহকের ক্ষেত্রে এ সিদ্ধান্ত
প্রযোজ্য হবে না। তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে
সিম নিবন্ধন শুরু করার পর জানা যাবেÑ কার কাছে কতটি
সিম রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের পর ২০টির বেশি সিম
গ্রাহকেরা রাখতে পারবে না। তবে একটি এনআইডির
বিপরীতে নির্দিষ্ট মোবাইল ফোন অপারেটরের কতগুলো
সিম রাখা যাবে সে বিষয়ে কোনো সীমা নির্ধারণ করা
হয়নি বলে জানান তারানা হালিম। আর কখনো সামাজিক
যোগাযোগমাধ্যম বন্ধ করা হবে কি না এমন এক প্রশ্নের
জবাবে তারানা হালিম বলেন, আমরা সামাজিক
যোগাযোগমাধ্যম বন্ধ করতে চাই না।
একেবারেই ইমার্জেন্সি ছাড়া কখনো কোনো দিন
কোনো সময় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ হবে না।
সরকার ‘ইমার্জেন্সি যখন মনে করবে সেই সময় ছাড়া
কখনো বন্ধ হবে না’। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে
সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য ধন্যবাদ জানান
প্রতিমন্ত্রী।
=====================<<===== ========
ফেছ্বুকে আমি
=================================
আমার এই টিউন টি ভালো লাগলে আমার সাইটে একবার ঘুরে আসতে পারেন TipsaLL24.Com

One thought on "পরিচয়পত্র ও আঙুলের ছাপসহ সিম নিবন্ধন আজ থেকে শুরু।"

  1. JrJisan Contributor says:
    tahole age je sms er dara registration kora hoyeche segulo ki hobe na?

Leave a Reply