২.৫ জিবি রেগুলার প্ল্যান কিনলে ফেসবুক ব্যবহাকারীগণ পাচ্ছেন ৫ জিবি বোনাস ইন্টারনেট। এই সুযোগ ১৯ জানুয়ারি ২০১৬ মধ্যরাত থেকে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

*৮৪৪৪*৯২# ডায়াল করে কিংবা ৪৪৯ টাকা রিচার্জ করে ২.৫ জিবি’র রেগুলার প্ল্যান কিনলে প্রতিবার ৫ জিবি ইন্টারনেট বোনাস পাওয়া যাবে। ফেসবুকের সম্পূর্ণ ব্যবহার ও ফেসবুক মেসেঞ্জারের জন্যে এই বোনাস প্রযোজ্য হবে।

মূল প্ল্যান বোনাস ইন্টারনেট  মন্তব্য 
*৮৪৪৪*৯২# ডায়াল করে (মূল্য ৩৭৭ টাকা + এসডি + ভ্যাট) কিংবা ৪৪৯ টাকা রিচার্জ্ করে ২.৫ জিবি কিনতে হবে। মেয়াদ ২৮ দিন। ৫ জিবি বোনাস ইন্টারনেট। মেয়াদ ১০ দিন। সম্পূর্ণ্ ফেসবুক ও মেসেঞ্জারের জন্যে এই বোনাস প্রযোজ্য।


দ্রষ্টব্য:

  • মূল্ প্যাক চালু হওয়ার ১০ মিনিটের মধ্যে বোনাস প্ল্যান চালু হবে।
  • এই বোনাস প্ল্যান কেবল সম্পূর্ণ ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জারের জন্যে ব্যবহার করা যাবে।
  • কোন সাইট বা ডোমেইনে ইন্টারনেটের ব্যবহার হলে তার চার্জ্ বিদ্যমান নিয়মিত প্ল্যান থেকে কাটা হবে।
  • আপনার ইন্টারনেট ব্যালান্স চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।

পোষ্টটি প্রথম প্রকাশিত হয়েছেঃ HamWap.Com

Leave a Reply