আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকার এবছরেই দেশে ফোরজি চালু করবে।
আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যেই স্যামসাং, এলজির মত কোম্পানি দেশে তৈরি হবে। এজন্য ওয়ালটন, সিম্ফনি, উই কাজ করছে।’
পলক আরও বলেন, ‘ইউরোপ, আমেরিকা, সাউথ কোরিয়া জাপানে জনশক্তির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেখানে ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়ছে। হার্ডওয়্যারের খরচও বাড়ছে। এ মুহূর্তে বাংলাদেশের সম্ভাবনাও বাড়ছে।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মাত্র ১৫ বছরের সাউথ কোরিয়াতে স্যামসাং এলজির মত বড় বড় কোম্পানির প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের দেশের কোম্পানিগুলোও আন্তর্জাতিক মানের হতে পারে। এজন্য গাজীপুরের হাইটেক পার্কের ৩৫০ একর জায়গায় কাজ চলছে।
ডিজিটাল অর্থনীতে গুরুত্ব আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল অর্থনীতে দেশকে নিয়ে যাওয়ার জন্য সরকার তিনিটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো- হার্ডওয়ার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টর। এই তিনটি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। এজন্য সরকার এতে খাতে ১২ ধরনের প্রনোদনা দিচ্ছে।
পলক জানান, কালিয়াকৈরের হাইটেক পার্কে বিনিয়োগের জন্য মালয়েশিয়া, ভারত বিনিয়োগের প্রস্তাব আসছে। আগামী পাঁচ বছরে সেখানে ১ লাখ তরুণের কর্মসংস্থান হবে।
সফটওয়্যার হার্ডওয়ার শিল্প দিয়ে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হতে পারে বাংলাদেশ উল্লেখ করে পলক বলেন, আগামী বছরে দেশে এলইডি লাইট প্রতিস্থাপিত হবে। এসব লাইট বাণিজ্যিকভাবে দেশে উৎপাদন করতে পারলে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস সভাপতি শামীম আহসান, মাইক্রোসফট বাংলাদের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর প্রমুখ।
One thought on "ফোরজি চালু হবে এবছরই"