প্রতিমন্ত্রী তারানা হালিম।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের
সময় বাড়ানো হবে না। ৩০ এপ্রিলের মধ্যে যারা
পুনঃনিববন্ধন করবেন না তাদের কয়েকবার সতর্ক
করার পর সিম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে
বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে
দেশজুড়ে রবির ওয়াইফাই হটস্পট প্রকল্পের
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত দেশে

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন
হয়েছে ৬ কোটি ৩৫ লাখ। আমরা আশা করছি
নির্ধারিত সময়ের (৩০ এপ্রিল) মধ্যেই
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের
কাজ সম্পন্ন হবে।’
তারানা বলেন, ‘এই সময়ের মধ্যে যারা সিম
নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের সিম প্রথমে
কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে। এভাবে
কয়েকবার অনিবন্ধিত সিম ব্যবহারকারীর সিম
বন্ধ করে তাকে সতর্ক করা হবে। তিনি তখনও
সিম পুনঃনিবন্ধন না করলে স্থায়ীভাবে তার
সিম বন্ধ করে দেয়া হবে।’
প্রতিমন্ত্রী জানান, এভাবে একসময় অনিবন্ধিত
ও অবৈধ সিম ঝড়ে পড়বে।
অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট ও পিপল অফিসার
(সিসিপিও) মতিউল ইসলাম নওশদা, ম্যানেজিং
ডিরেক্টর এবং সিইও সুপুন বীরা সিংহেসহ
অন্যরা উপস্থিত ছিলেন।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

2 thoughts on "৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম স্থায়ী বন্ধ"

  1. Emon RaJ Contributor says:
    আমি ও
  2. Kamrul Author Post Creator says:
    Hmm

Leave a Reply