অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত
স্মার্টফোন আনবে মোবাইল অপারেটর
গ্রামীণফোন। ২ মে একটি অনুষ্ঠানের এই
ফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য ফোনটির ব্র্যান্ড ও
দাম বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি
প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে

মোবাইল ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে
বেড়েছে। মোট ইন্টারনেট ব্যবহারের শতকরা ৩৪ ভাগ গ্রামীণফোন ইন্টারনেট
ব্যবহারকারী। তবে অনেকেই স্মার্টফোনের
অভাবে ইন্টারনেটে যেতে পারে না। এ
অভাব পূরণে কম দামে স্মার্টফোন বাজারে
আনছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশির ভাগ ফিচার ফোনে মাত্র ২ দশমিক ৪
ইঞ্চির ডিসপ্লে থাকায় বিভিন্ন সামাজিক
যোগাযোগের সাইটসহ ইউটিউবে ভিডিও
দেখার সুবিধা ভালোভাবে উপভোগ করা
যায় না। স্মার্টফোন ছাড়া মোবাইলে গেম
খেলাতে অসুবিধা। গ্রামীণফোনের নতুন উদ্যোগ স্বল্প আয়ের মানুষের হাতের
নাগালে আনবে স্মার্টফোন।

আরো নতুন আফার পেতে চোখ রাঙ্গানো অসাধারন AmarRound.Com সাইটি ঘুরে আসেন ভাই।

Leave a Reply