খুটিনাটি বিভিন্ন
প্রয়োজনে আমাদের মোবাইল
অপারেটরের কাস্টমার কেয়ারে
কথা বলতে হয়।আমরা অনেক জানি
না যে, সব কয়টি মোবাইল
অপারেটরের রয়েছে একটি সাধারণ
অভিযোগ ডায়েলিং নাম্বার।এই
অভিযোগ ডায়েলিং নাম্বার এ
গ্রাহকরা অভিযোগ করলে মোবাইল
অপারেটরের কাস্টমার কেয়ার
থেকে নিদিষ্ট সময়ের মধ্যে
যেভাবে অভিযোগ করবেন :
• প্রথমেই যে কোন অপারেটর থেকে
১৫৮ এ কল করুন।
• তারপর আপনার ভাষা নির্বাচন করুন।
•এবার আপনার যেকোনো একটি বিষয়
এ অভিযোগ নির্বাচন করুন।
• অভিযোগ নির্বাচন করা শেষ হলে
আপনার কাছে একটি মেসেজ আসবে
এবং বলা হবে নিদিষ্ট (২৪ ঘণ্টা)
সময়ের মধ্যে আপনার সাথে একজন
কাস্টমার কেয়ার প্রতিনিধি
যোগাযোগ করবেন।
কাজেই ১৫৮ এ নাম্বার ডায়েল করে
আপনি আপনার গ্রামীনফোন,
বাংলালিংক, রবি ও এয়ারটেল
কাস্টমার কেয়ারের সুবিধা নিতে
পারবেন।
সকল ধরনের নতুন নতুন টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন
কাজ করে
জনি ভদ্রতা শিখো, ব্যবহারে বংশের পরিচয়
নতুন করে
জানানোর
জন্য
ধন্যবাদ,
nice post