আপনার Life টাকে আরও Smart করতে বেছে নিন আপনার পছেন্দের স্মার্ট প্ল্যান


গ্রামীণফোন স্মার্ট “মিডি” প্ল্যান
Midi Plan- এ ৩০ দিনের জন্য ১.৫ জিবি ইন্টারনেট, ৪০০ মিনিট (যেকোনো লোকাল নম্বরে) টক্ টাইম, ৪০০ টি এসএমএস (জিপি-জিপি) এবং ৪০০ টি এমএমএস. এই প্ল্যানটি নিতে ডায়াল করুন *5000*25#
ব্যবহৃত ইন্টারনেট ভলিউম এবং অবশিষ্ট ভয়েস, SMS এবং MMS ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#

গ্রামীণফোন স্মার্ট “মেগা” প্ল্যান


“মেগা” প্ল্যান এ ৩০ দিনের জন্য ৩ জিবি ইন্টারনেট, ৬০০ মিনিট (যেকোনো লোকাল নম্বরে) টক্ টাইম, ৬০০ টি এসএমএস (জিপি-জিপি) এবং ৬০০ টি এমএমএস. এই প্ল্যানটি নিতে ডায়াল করুন *5000*26#
ব্যবহৃত ইন্টারনেট ভলিউম এবং অবশিষ্ট ভয়েস, SMS এবং MMS ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#


স্মার্টপ্ল্যান ভয়েস মিনিট যেকোনো লোকাল অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য। কমিউনিটি নম্বর এর অর্ন্তভুক্ত।
স্মার্টপ্ল্যান ভয়েস মিনিট দিয়ে কোনো রকম আইভিআর কল (যেমনঃ ১২১, ৭৮৯, ৪০০০ ইত্যাদি) প্রযোজ্য হবে না।
ক্রয়কৃত মিনিট গুলো যেকোন জিপি নম্বরে (F&F এবং সুপার F&F নম্বরসহ) ব্যবহার করা যাবে
SMS এবং MMS শুধুমাত্র জিপি নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য।
ব্যবহৃত ইন্টারনেট ভলিউম এবং অবশিষ্ট ভয়েস, SMS এবং MMS ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#
গ্রাহক যদি একটি স্মার্টপ্ল্যান ব্যবহারের সময় অপর একটি স্মার্টপ্ল্যান অ্যাকটিভ করে তবে পূর্বের প্ল্যানের ভলিউম ও মেয়াদের সাথে নতুন প্ল্যানের ভয়েস, SMS ও MMS -এর সাথে যোগ হবে এবং নতুন মেয়াদ কার্যকর হবে।
সকল প্রিপেইড গ্রাহকের ভয়েস কলের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। আর পোস্টপেইড গ্রাহকের ক্ষেত্রে বিদ্যমান প্রোডাক্ট পালস নীতি প্রযোজ্য হবে।
সকল ফ্রি মিনিট দিয়ে জিপি টু জিপি, জিপি টু- অন্যান্য লোকাল অপারেটরের নম্বর এ(এফএনএফ/সুপার এফএনএফ/সি ইউ জি সহ)কল করা যাবে স্মার্টপ্ল্যানে অটোরিনিউয়াল ফিচার চালু করতে ON লিখে এসএমএস করুন 5000 নম্বরে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত গ্রামীণফোনের সকল প্রিপেইড ওপোস্টপেইড গ্রাহকের জন্য এই অফার প্রযোজ্য (I-SIM পোস্টপেইড গ্রাহক ব্যতীত)।

ফেছবুকে আমি


ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন nazimb2.ml

One thought on "গ্রামীণফোন স্মার্ট প্ল্যান! ডাটা টকটাইম এসএমএস এমএমএস মিক্স বান্ডেল"

  1. Swopon Author says:
    Please Rana Vai,Make Me Tuner Please.PLEASE REVIEW MY POSTS AND GIVE ME AN OPPORTUNITY TO SHARE KNOWLEDGE

Leave a Reply