দিন দিন পাল্লা দিয়ে যাচ্ছে বাংলাদেশের অপারেটর রা। কে কার থেকে বেশি সুবিধা দিতে পারে গ্রাহকদের সেই চিন্তা থেকেই গ্রামীনফোন নতুন চমক নিয়ে হাজির হলো
কন্টাক্ট নাম্বার জমা রাখতে ক্লাউড স্টোরেজ সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। মাই কন্টাক্টস নামে এই সেবায় গ্রাহকরা তাদের যোগাযোগের সকল ফোন নাম্বারের ব্যাকআপ পাবেন।যে কোন মুহুর্তে খুজে বের করতে পারবেন আপনার কন্টাক্ট!
হ্যান্ডসেট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কারনে কন্টাক্ট হারিয়ে গেলে গ্রাহক তার নতুন ফোনে মাই কন্টাক্টসের ব্যাকআপ থেকে সব নাম্বার ফিরে পাবেন। আর এই সেবাটি বিনামূল্যে দিচ্ছে গ্রামীণফোন।
মাই কন্টাক্টস অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। অ্যাপটির ওয়েব ইন্টারফেস থাকার কারনে গ্রাহকরা কম্পিউটারের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন।
play Store Download link: এখানে