আসালামুআলাইকুম
আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।ফি নেট নিয়ে পার্ট-১ এর রিস্পন্স পেয়ে ২য় পার্ট নিয়ে চলে আসলাম। আমি কোনো ফ্রি নেট দিচ্ছিনা।শুধু জানাচ্ছি কিভাবে পাওয়া যায়।তাই যারা অন্যকিছু ভাবছেন তারা ইগ্নোর করতে পারেন।
তো ১ পর্বে আমি ফ্রি নেট এর জন্য ব্যাসিক ধারণা দিয়েছিলাম। যারা ১ পার্ট পরেন নি তারা৷ এখানে ক্লিক করে পড়ে নিন।
তো আজকেই এই পার্টে ফ্রি নেট পাবার কিছু উপায় নিয়ে আলোচনা করবো।
1: Host Method
এইটা সবচেয়ে পুরনো একটি পদ্ধতি।জানানোর জন্য আপনাদের বলছি।এই পদ্ধতিতে ফ্রি সাইটে হোস্ট হিসেবে ব্যবহার করে ফ্রি নেট চালানো হত @ চিহ্ন দিয়ে।উদাহরণ হিসেবে বলা free.facebook.com একটি ফ্রি সাইট।এটাকে হোস্ট হিসেবে ব্যবহার করে ফ্রি নেট চালানোর জন্য free.facebook.com এর পরে @ দিয়ে আপনি যা ব্রাউজ করতে চান তা লিখলেই হত। ধরুন trickbd visit করবেন তাহলে প্রসেসটি হবে [email protected] …. এইটি আর চলেনা তাই কেউ ট্রায় করে সময় নস্ট করবেন না।
2: Tunneler Apk
আগেই বলেছিলাম আমরা যেসব ভিপিএন দিয়ে ফ্রি নেট চালাই সেগুলো Tunneler Vpn..বর্তমানে বাংলাদেশ এ এইটা খুব ট্রেন্ডিং কেননা Sky Vpn নামের টানেলার ভিপিএন আসার পর যখন বাঙালি ফ্রি নেট চালাতে পারলো তখন থেকেই Vpn এর নাম শুনলেই ভাবে এটা দিয়ে ফ্রি নেট চলবে।(সবাই না ). এই কথা বলার কারণ হলো আমি ফেসবুকের এক জায়গায় CyberGhost Vpn নিয়ে পোস্ট দেওয়ায় ৮০% লোক এর কমেনটগুলো এরকম যে ” ভাই এটা দিয়ে কি ফ্রি নেট চলবে..? বর্তমান অবস্থা এরকম যে ভিপিএন মানেই ফ্রি নেট। ( কিছু লোকে ভাবে)
প্রশ্ন ; তো ভাই সব টানেলার দিয়ে কি ফ্রি নেট চলবে…?
উত্তর ; না ভাই সবগুলো দিয়ে হবেনা। কিছু কিছু দিয়ে আপনি কনফিগ ছাড়াই ফ্রি নেট পাবেন। যেমন Sky Vpn…..Yoga Vpn..Psiphon Pro .ইত্যাদি ( হয়তো আরো এরকম অনেক আছে যা দিয়ে আমাদের দেশে ফ্রি নেট চলবে কিন্তু আমরা জানিনা)
আবার কিছু কিছু ভিপিএন এ কনফিগ করে ফ্রি নেট চলে তবে এগুলোর কিছু লিমিটেড কিছু আনলিমিটেড। উদাহরণ হিসেবে Droid Vpn,,Hammer Vpn,, Netlop Vpn,,, Hex Vpn ইত্যাদি এগুলোতে কনফিগ করে ফ্রি নেট চলে।
প্রশ্ন ;ভাই এসব দিয়ে ফ্রি নেট চলে কেন…? / কি জন্য চলে…?
উত্তর; আমি আগেই বলেছিলাম প্রক্সি দিয়ে ফ্রি নেট চালানো সম্ভব।তাই apk developer রা এমন কিছু প্রক্সি সেট করে দেয় ভিপিএন এ যা প্রায় সব জায়গায় চলবে। আর এর জন্যই আমরা ফ্রি নেট চালাতে পারি।
প্রশ্ন; এরকম ফ্রি প্রক্সি পাব কিভাবে…?
উত্তর ; এর জন্য আপনি Hide My Name সাইট ভিজিট করে দেখতে পারেন।সব ফ্রি প্রক্সি দিয়ে দিয়ে আবার ফ্রি নেট চলবে না।(- কিছু শর্ত থাকে -)
3;FreeSite+Open Ports
এইটা একটা জনপ্রিয় মেথড। এই মেথড এ ফ্রি নেট চালানোর জন্য যা যা লাগবে।
১; ফ্রি সাইট
২;Http 200 ok
3: connection Keep alive
4 open ports (80/8080/443 etc)
( 2 & 3 & 4 ) আপনি http injector এর tools এ গিয়ে Free site বসিয়ে direct check এ মার্ক দিয়ে check ক্লিক দিয়ে চেক করে নিতে পারবেন।
এরকম ফ্রি সাইটে যদি ৪ টা শর্ত পুরন হয়ে থাকে তাহলে তা কনফিগ করে ফ্রি নেট চালাতে পারবেন
।আমি ২০১৭-২০১৮ অব্দি একটা ফ্রি সাইট পাইছিলাম ফ্রি নেট এর জন্য যা বন্ধ এখন। সময় পাইলে এই পদ্ধতি নিয়েও পোস্ট দিব।
তো এই পোস্ট এখানেই শেষ করছি।কোনো ভুল থাকলে তা দেখিয়ে দিবেন।আর বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
এরকম আরো ফ্রি নেট টিপস পেতে Click HereHere
যেকোনো প্রকার Free Paid Mod apk পেতে join Apks Market Free Paid Mod
কি post করলেন রে ভাই!! খালি পড়তেই মন চায়??
keep it up bro…??
?ঘটনা কি জানেন রমজান মাস এর ১০ দিন আগে ফ্রি নেট আসে যে কোথায় থেকে।। মুসলমানদে। ঈমান নষ্ট করার জন্য রমজান শেষ হলে ফ্রি নেট ও চলে যায়
১; ফ্রি সাইট
২;Http 200 ok
3: connection Keep alive
4 open ports (80/8080/443 etc)