আসসালামুয়ালাইকুম – সবাইকে পবিএ মাহে রমজানের শুভেচ্ছা,

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

রবিএয়ারটেল গ্রাহকদের নগদ স্বাগতম জানানো হয়েছে !

রবি-এয়ারটেল গ্রাহকরা ডিজিটাল লেনদেন এক্সপিরিয়েন্স করুন নগদ-এর সাথে আর লাইফের সব ডিজিটাল লেনদেনকে নিয়ে আসুন হাতের মুঠোয়। ঘরে থেকেই রবি-এয়ারটেল গ্রাহকরা শুধু পিন সেট আপ করে মাত্র দু’টি ধাপেই চালু করতে পারবেন নগদ একাউন্ট।

রবি-এয়ারটেল গ্রাহকরা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# নাম্বারে ডায়াল করে খুব সহজেই খুলে ফেলুন আপনার নগদ একাউন্ট। সফল রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার জন্য থাকছে ‘নগদ-এ লাখপতি’ হবার অপূর্ব সুযোগ আর ২৫ টাকা বোনাসতো আছেই!

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে, সবার আগে পিন সেট করে আপনাকে নগদ একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলা সফল হলে প্রথম ৭২ ঘন্টার মধ্যে যেকোন পরিমাণ টাকা ক্যাশ ইন করে, নগদ-এর অফিশিয়াল ফেসবুক পেইজ-এ #নগদেআসলেইলাখপতি এই হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করতে হবে এই লিংকে: https://bit.ly/AllRobiAirtelConsumersWelcomeToNagad– “নগদ-এর কি আপনার সবচেয়ে ভাল লাগে এবং কেন?” আপনাদের দেয়া কমেন্ট থেকে বেছে নেয়া হবে সেরা উত্তরদাতাকে।

আপনার অবগতির জন্য নগদ বিনয়ের সাথে জানাতে চায়, আপনার প্রাপ্ত বোনাসের ৫% এর সমপরিমাণ টাকা নগদ ব্যয় করবে দু:স্থ মানবতার কল্যাণে।

তাই দেরি না করে আজই নগদ একাউন্ট খুলে ‘নগদ-এ লাখপতি’ হওয়ার সুযোগটা নিয়ে নিন। অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে নগদ অ্যাপটি ডাউনলোড করুন (এই লিংক থেকে : onelink.to/nagadapp)
  • আপনার মোবাইল নাম্বার টাইপ করুন
  • ৪ ডিজিটের পিন সেট করুন। পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন (গোপন পিনটি কাউকে বলবেন না)
  • ওটিপি কনফার্ম করুন

ব্যস হয়ে গেলো আপনার নগদ একাউন্ট । এবার লেনদেন করুন ইচ্ছেমতো।

ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে *১৬৭# ডায়াল করুন
  • ৪ ডিজিটের পিন সেট করুন। পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন (গোপন পিনটি কাউকে বলবেন না)

ব্যস হয়ে গেলো আপনার নগদ একাউন্ট। এবার লেনদেন করুন ইচ্ছেমতো।

এছাড়াও শুধু নগদ-এ রিচার্জ করেই রবি-এয়ারটেল গ্রাহকরা পাচ্ছেন দারুণ সব অফার !

টাকার পরিমাণ অফার রবি অফার এয়ারটেল অফার মন্তব্য
৳ ১৭ ইন্টারনেট ১ জিবি-৩ দিন ১ জিবি – ৩ দিন শধু একবার
৳ ৫৪ ইন্টারনেট ২ জিবি +২ জিবি,ফোর জি, ৩ দিন ২ জিবি + ২ জিবি – ৩ দিন শুধু একবার
৳৩৪ কম্বো ২০মি. + ১ জিবি -৩ দিন ৪০মি. + ১ জিবি- ৩ দিন শুধু একবার
৳২৪ / ৳২৩ ভয়েস ৳২৪ – ৪০মি. – ১ দিন ৳২৩- ৩৮ মি. -২ দিন যতবার খুশি
৳৪৩ / ৳৪৬ ভয়েস ৳৪৩ – ৭০ মি. – ৪দিন ৳৪৬ – ৭৭ মি. – ৭ দিন যতবার খুশি

 

দেশের এই পরিস্থিতিতে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নগদ-এর সাথেই থাকুন।

প্রযোজ্য শর্তাবলীঃ

• কোন অনিবন্ধিত রবি এবং এয়ারটেল গ্রাহক পিন সেট করে এবং নগদ একাউন্ট খোলার জন্য প্রযোজ্য শর্তাবলীতে সম্মত হয়ে নগদ একাউন্ট খুলতে পারেন।
• নগদ একাউন্টের পিন সেট করার পর গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য যাবতীয় তথ্যাবলী যদি সফলভাবে যাচাইকৃত হয়ে থাকে, তবে নগদ গ্রাহক নগদের সকল প্রকার সেবাসমূহ পাওয়ার অধিকারী হবেন।
• নগদ একাউন্টের পিন সেট করার পর গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য যাবতীয় তথ্যাবলী যদি সফলভাবে যাচাইকৃত না হয়ে থাকে, তবে নগদ গ্রাহকের একাউন্টের পদোন্নতি হবে না। এক্ষেত্রে গ্রাহক তার নিকটবর্তী উদ্যোক্তা কিংবা নগদের হটলাইন (১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) নাম্বারে যোগাযোগ করতে পারেন।
• যদি কোন অনিবন্ধিত রবি কিংবা এয়ারটেল গ্রাহক কোন নগদ উদ্যোক্তা কর্তৃক ‘রেফারেল’ ফিচারেরে মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য নির্দেশিত হয়ে থাকেন, তবে উক্ত অনিবন্ধিত রবি কিংবা এয়ারটেল গ্রাহক যদি উক্তরূপ নির্দেশিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিন সেট করে নগদ একাউন্ট খুলে থাকেন, তিনি তার একাউন্টে ১১ টাকা ব্যালেন্স পাবার অধিকারী হবেন। উক্ত ব্যালেন্স পাবার জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য যাবতীয় তথ্যাবলী নগদের নীতিমালা অনুযায়ী সফলভাবে যাচাইকৃত হতে হবে।
• সফলভাবে নিবন্ধিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে গ্রাহক তার একাউন্টে উক্ত ১১ টাকা প্রাপ্ত হবেন।

• যদি কোন অনিবন্ধিত রবি কিংবা এয়ারটেল গ্রাহক ‘রেফারেল’ ফিচারেরে মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য নির্দেশিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিন সেট করে নগদ একাউন্ট খুলতে ব্যর্থ হন, তবে উক্ত ১১ টাকা উদ্যোক্তার নিকট ফেরত যাবে। এবং উক্ত রবি কিংবা এয়ারটেল গ্রাহক ৭২ ঘন্টা পরে সফলভাবে নগদ একাউন্ট খোলার পরেও আর উক্ত টাকা লাভের অধিকারী হবেন না।
• এই অফারটি ১২মে ২০২০ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
• যখন একজন উদ্যোক্তা কর্তৃক ১১ টাকা রেফারেল ফিচারের মাধ্যমে নির্দেশিত হওয়ার পর কোন অনিবন্ধিত রবি কিংবা এয়ারটেল গ্রাহক সফলভাবে নগদ একাউন্ট নিবন্ধন করে, সেক্ষেত্রে উক্ত উদ্যোক্তা এই সফল নিবন্ধনের জন্য ২২ টাকা পাওয়ার অধিকারী হবেন।
• যখন একজন উদ্যোক্তা কোন নিবন্ধিত নগদ গ্রাহককে ১১ টাকা রেফারেল ফিচারের মাধ্যমে প্রেরণ করেন, তখন উক্ত উদ্যোক্তা বিনিময়ে কোন টাকা পাওয়ার অধিকারী হবেন না।
• ‘রেফারেল’ ফিচারেরে মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য নির্দেশিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত রবি কিংবা এয়ারটেল গ্রাহক পিন সেট করলে এবং নগদের নীতিমালা অনুযায়ী নগদ একাউন্টের যাবতীয় তথ্যাদি যাচাই করণের মাধ্যমে নগদ একাউন্টের পদোন্নতিকেই সফলভাবে নগদ একাউন্ট নিবন্ধন বুঝাবে।
• অত্র শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই তা সম্পূর্ণ ভাবে বাতিল করার অধিকার ‘নগদ’ সংরক্ষণ করে।
• এই সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
• নগদ ঘোষণা করে যে,
ক) ইহা কোন সময়েই গ্রাহকের কাছে তার অ্যাকাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না।
খ) ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না।
গ) ইহা গ্রাহককে শুধুমাত্র এর হটলাইন নাম্বার (১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) থেকেই যোগাযোগ করবে। গ্রাহক অফার সংক্রান্ত যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধাজনিত কারণে নিশ্চিত হবার জন্য ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন ।
উপরোক্ত কারণসমূহ এবং এছাড়াও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য কোন ক্ষতি সাধিত হলে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
• যে কোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহককে প্রথমেই নগদ এর হটলাইন (১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) নাম্বারে যোগাযোগ করবে।
• অত্র শর্তাবলী বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন সংঘর্ষ দেখা দিলে ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।

সূত্র – https://nagad.com.bd/

 

অন্যান্য পোষ্ট  –

 যুদ্ধের পর বাংলাদেশের এত মানুষ কোন কখনো এক সাথে দেখা যায় নি যেটি দেখা গিয়েছে ” মিজানুর রহমান আজহারীর ” ওয়াজ মাহফিলে

কাইশ্যার ফানি ভিডিও । নতুন রুপে নতুন কাইশ্যা । Kaissa Funny Video । Pagla Director New Video

আমাদের চ্যানেল –  অনুপ্রেরণার গল্প ঘুরে আসতে পারে ভালো লাগলে SUBSCRIBE করবেন । 

এছাড়াও –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Messages 

13 thoughts on "যারা রবি এবং এয়ারটেল সিম ব্যবহার করেন, তাদের সিমে অটোমেটিক সরকারি মোবাইল ব্যাংকিং সেবা “নগদ”(NAGAD) এর একাউন্ট চালু (Open) হয়ে যাবে/গেছে !"

  1. SR-SAJIB Contributor says:
    Refer korar kono way ache?
  2. Labib Islam Contributor says:
    Awesome
    Keep going on
  3. Nirob Contributor says:
    thank you
  4. Vodrosoytan Contributor says:
    Ei account mone hoy app a log in hoy na….ami try korcilam
  5. bappi banik Author says:
    Free Acount Service ti akhon off ase.. birat detils dewar jonno 10x…
  6. MD Shakib Hasan Contributor says:
    আমি শুধু পিন সেট আপ করেছি NID Card নাই আমার পরে পরি NiD Card লাগবে। নাকি সমস্যা পড়তে হবে
  7. Siyam Contributor says:
    নগদের ওয়েবসাইট থেকে কপি করছেন
    1. Ahmed iSHFAQ Subscriber Post Creator says:
      ভাই – পোস্ট এর শেষে বলা হয়েছে – ভালো করে দেখুন
  8. Rifat Boss Contributor says:
    25 tk dure thak ami 1 tk o paini

Leave a Reply