বিকাশ অ্যাপ থেকে একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফি প্রদান করলে ৩ টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে।
২০২০ শিক্ষাবর্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি এখন বিকাশ করতে পারবেন কোনো চার্জ ছাড়াই। সেই সাথে থাকছে সম্পূর্ণ ফ্রি-তে বিবিসি জানালার ইংরেজি কোর্স করার সুযোগ ও ৩ টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
কেবলমাত্র বিকাশ অ্যাপ দিয়ে পে বিল করলেই এই অফারটি উপভোগ করা যাবে।
অফারের সময়সীমা: ৯ আগস্ট ২০২০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০।
অফারের বিস্তারিত:
- শিক্ষার্থীরা কলেজের ভর্তি ফি বিকাশ করলেই ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
- ক্যাশব্যাকের পাশাপাশি বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে
লিমিট: একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ৫০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
ভর্তির আবেদন এবং রেজিস্ট্রেশনের সময়সূচী:
আপনার বিকাশ অ্যাপ থেকে সফল ভাবে একদশ শ্রেণির ভর্তি ফী পরিশোধ করলে তার দুই কার্যদিবসের মধ্যে আপনার একাউন্টে এসএমএস-এর মাধ্যমে বিবিসি জানালার প্রোমো কোড সহ লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রোমো কোড ব্যবহার করে বিবিসি জানালার কোর্স ফ্রী উপভোগ করতে পারবেন।
বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়মাবলিঃ
- প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রীন থেকে পে বিল সেলেক্ট করুন
- এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সেলেক্ট করুন
- তারপর বোর্ডের নাম, পাশের বছর সেলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিন
- ফি এর পরিমান চেক করে পরের স্ক্রীনে যেতে ট্যাপ করুন
- এবার আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার দিন
- সর্বশেষে স্ক্রীনের নিচের অ্ংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।
- আপনার মোবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।
যে কোনো প্রয়োজনে Facebook কে আমি
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
4 thoughts on "বিকাশ অ্যাপ থেকে একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফি প্রদান করলে ৩ টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে।"