চারটি ব্যাংকের সঙ্গে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেন হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চারটি ব্যাংক ও চারটি এমএফএসের মধ্যে এই আন্তলেনদেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারিগরি সমস্যার কারণে শেষ পর্যন্ত তা চালু করা থেকে পিছু হটে বাংলাদেশ ব্যাংক।
ঠিক কবে নাগাদ চালু হবে, তা–ও সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংক জানান, কারিগরি কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত আন্তলেনদেন চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যেই এই সেবা চালু করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে আপডেট জানতে চোখ রাখুন আমাদের ট্রিকবিডি ওয়েবসাইটে।
Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।
2 thoughts on "[নোটিশ] বিকাশ একাউন্ট থেকে নগদ ও রকেট একাউন্ট এ টাকা পাঠান এবং নগদ ও রকেট একাউন্ট থেকে বিকাশ এ একাউন্ট এ টাকা পাঠান এই সেবাটি আপাতত আর চালু হচ্ছে না..!!"