হ্যালো বন্ধুরা আজকে আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ৷ যেটি বেশির ভাগ মানুষ জানে না ৷  সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না আজকের বিটিআরসির এক প্রতিবেদনে বলে, বাংলাদেশের মোট মোবাইল সংযোগ 16 কোটি 71 লাখ নয় হাজার ৷ আমি তো শুনে অবাক❗  আমাদের মত অতিদরিদ্র একটি দেশ হয়েও এত্ব মোবাইল সংযোগ অবাক হওয়ারই কথা ৷ দেখা যায় আমাদের দেশের মানুষ বাংলাদেশের দারিদ্র্য হার ২০১৯ : দারিদ্র্য হার ২০.৫ এবং হত দারিদ্র্য হার ১০.৫ বসবাস করতেছে ৷ আবার দেখা যায় 18 কোটি মানুষ অথচ 16 কোটি 71 লাখ 9 হাজার মোবাইল সংযোগ অবাক তো আমি, আপনি কি অবাক হয়েছেন❓যাইহোক মুল সঙ্গে আসি;- 

✳ মুল আলোচনাঃ

টানা তিন মাস ধরে মোবাইল সংযোগ বেড়েছে দেশে। সোমবার প্রকাশিত বিটিআরসির সর্বশেষ সেপ্টেম্বর মাসের হিসাবে দেশে মোবাইল সংযোগ এখন ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।

? আগস্ট মাসে এই সংখ্যা ছিল:

  •  ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার।
  •  জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার।
  •  এর আগে জুন মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার

 যা মে মাসের সংযোগের চেয়ে কয়েক লাখ কম ছিল।

  •  মে মাসে ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার।

 

মোবাইল ফোন অপারেটরগুলো করোনার ধাক্কা কাটিয়ে জুলাই মাস হতে সংযোগে এগুতে শুরু করে।

? সর্বশেষ সেপ্টেম্বরের হিসেবে:

  • গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ
  •  রবির ৫ কোটি ১ লাখ ২৬ হাজার,
  •  বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার 
  • এবং টেলিটকের ৪৬ লাখ ১২ হাজার।

 

 তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই আগামী পোস্টে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সে প্রযুন্ত ট্রিকবিডির সাথেই থাকুন ?  ধন্যবাদ ✨

 

সুত্রঃ ? বিটিআরসির ?

10 thoughts on "আপনি জানেন কি ❗ বাংলাদেশে মোট কত মোবাইল সংযোগ আছে ❓ না জানলে এখনি জেনে নিন"

  1. LeGeNd Br0 Subscriber says:
    Thanks, F0r Share
  2. Muhammad Rahad✅ Author says:
    ভাইয়া আপনার এই পোস্ট টা কিভাবে আমার টিপস ডট মোবিতে গেলো? ট্রিকবিডির সব পোস্ট গুলোই এই সাইটে পাওয়া যাচ্ছে কিছু বুঝতেছিনা। https://amartips.mobi/uncategorized/79854/আপনি-জানেন-কি-❗-বাংলাদেশে/
  3. Arman Hossain Subscriber says:
    Good Post
    এখান থেকে
    বাংলাদেশের টেলিযোগাযোগ সম্পর্কিত আরো কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিতে পারেন

Leave a Reply