রবি মানেই অফারে ছরাছরি দেশে সিম কম্পানিদের মধ্য সব থেকে বেশি অফার দেবার তালিকায় রবিই ১ম ৷ অফার ছাড়া যেন কিছু হতেই পারে না ৷ অফার আর অফার আজকের অফারটা হাত ছাড়া করবেন না তো? লুফে নিন রবির ৭০০ টাকার ব্যান্ডেল কিনে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ৷ এই অফার শুধু মাত্র রবি অ্যাপ ক্যাম্পেইন চলাকালিন কেনা যাবে ৷

প্রতি ঘণ্টায় (সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত) একজন ভাগ্যবান বিজয়ীকে প্রথম ক্রয়ের ভিত্তিতে একটি স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর হ্যান্ডসেট পুরস্কৃত করা হবে।

এই ক্যাম্পেইনে অংশ নিতে আপনাকে MyRobi অ্যাপ এর “বান্ডেল” সেকশন থেকে ৭০০ টাকার কম্বো প্যাক কিনতে হবে।

শুধুকি মোবাইল পাবেন! সাথে আরো পাবেন ৩৫ জিবি নেট ও ৮০০ মিনিট ৩০ দিন মেয়াদে ৷

জিতে নিতে পারেন রবি থেকে আপনিও স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোন মাত্র ৭০০ টাকায় ৷

MyRobi অ্যাপ ক্যাম্পেইন বিস্তারিতঃ

১. ক্যাম্পেইনের সময়কাল: ১৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২০

২. কেনার মাধ্যম: শুধুমাত্র “> My Robi অ্যাপ

৩. কোন বান্ডেল: ৭০০ টাকার কম্বো অফার কিনুন (৩৫ জিবি+৮০০ মিনিট, মেয়াদ ৩০ দিন)

৪. কখন কিনতে হবে : প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রতি ঘণ্টায়

৫. যোগ্য গ্রাহক: প্রিপেইড গ্রাহক

৬. পুরষ্কার : স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর (১/১৬ জিবি)

 অফার বিস্তারিত:

  • ক্যাম্পেইনটি শুধুমাত্র রবি গ্রাহকের জন্য প্রযোজ্য।
  • আপনাকে MyRobi অ্যাপ এর “বান্ডেল” সেকশন থেকে ৭০০ টাকার কম্বো প্যাক কিনতে হবে।
  • ইজিলোড রিচার্জে বান্ডেলটি কেনা যাবেনা। আপনাকে অবশ্যই MyRobi অ্যাপ এর “ইন্টারনেট” সেকশন থেকে বান্ডেলটি কিনতে হবে।
  • হ্যান্ডসেটের সরবরাহ যদি সীমিত থাকে সেক্ষেত্রে হ্যান্ডসেটের অনুরূপ দাম (৬,০০০ টাকার উপরে) প্রদান করা হবে।
  • পুরো ক্যাম্পেইন চলাকালীন একটি MSISDN থেকে উপরে উল্লিখিত হ্যান্ডসেট কেবল একবারই জেতা যাবে।

 বিজয়ী নির্বাচন প্রক্রিয়া:

  • সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রতি ঘণ্টায় প্রথম ৭০০ টাকার কম্বো প্যাক ক্রেতা বিজয়ী হিসেবে ঘোষিত হবে।
  • যদি একই সময়ে একাধিক গ্রাহক প্যাকটি ক্রয় করে ফেলে তবে প্রথম ক্রয় + AON (Age On Network) এর ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
  • বিজয়ীকে ফোন কল/SMS এর মাধ্যমে আপডেট জানানো হবে।
  • বিজয়ী ঘোষণা ও পুরষ্কার বিতরণ না হওয়া পর্যন্ত বিজয়ীকে অবশ্যই তার সংযোগটি চালু রাখতে হবে।
  • রবি সেবা কেন্দ্র থেকে বিজয়ীকে হ্যান্ডসেট সংগ্রহ করতে হবে।
  • রবি সেবা কেন্দ্র থেকে পুরষ্কার সংগ্রহ করার সময় বিজয়ীকে সাথে করে MSISDN, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
  • কোন প্রোডাক্ট আছে তার উপর নির্ভর করবে হ্যান্ডসেটের কালার, এর বাইরে পছন্দ করার কোন সুযোগ নেই।
  • এটি ধরে নেয়া হবে যে গ্রাহক ক্যাম্পেইনের শর্তাবলী সম্পূর্ণ পড়েছে এবং বুঝেছে।
  • যদি অংশগ্রহণকারী প্রতিযোগিতা/প্রোমোশনের সকল সাধারণ শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন তবে তিনি অটোমেটিক্যালি পুরষ্কার জয়ের বিষয়ে বাতিল বলে গণ্য হবেন।
  • রবি যেকোনো অংশগ্রহনকারীকে বাতিল করার অধিকার রাখে যদি কিনা রবি মনে করে কোন অংশগ্রহণকারী প্রতিযোগিতা/প্রোমোশনের সাধারণ শর্তাবলী অনুসরণ করছে না অথবা অবৈধ ভাবে প্রতিযোগিতা/প্রোমোশনে প্রবেশ করেছে বা অনৈতিক ভাবে প্ররোচিত করছে।
  • সর্বোচ্চ তিন বার কল দেয়া হবে বিজয়ীকে। যদি বিজয়ী কল রিসিভ না করেন তবে অফারটির জন্য তিনি অনুপযুক্ত বিবেচিত হবেন।

?? পুরষ্কার হস্তান্তর:

  • ক্যাম্পেইন শেষ হবার তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে হ্যান্ডসেট পৌঁছে দেয়া হবে।
  • বিজয়ীকে সাথে করে MSISDN, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
  • যদি কোন বিজয়ী রবি সেবা কেন্দ্র থেকে টাইমলাইন অনুসারে হ্যান্ডসেট সংগ্রহ না করে তবে তিনি অফারটির জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। ডেলিভারি টাইমলাইন রবি কর্তৃক জানিয়ে দেয়া হবে।

এই রকম আরো অফারের নিউস জানতে চোখ রাখু ট্রিকবিডির হোম পেজে ৷ ধন্যবাদ আপনাকে ?

সুত্রঃ রবিথেকে সগ্রহিত ৷

12 thoughts on "জিতে নিতে পারেন রবি থেকে আপনিও স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোন মাত্র ৭০০ টাকায় ৷"

  1. Trickbd Support Moderator says:
    নীতিমালা মেনে পোস্ট করুন।
    রেফার লিংক কেন ইউজ করেছেন?
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Sorry.. ami jantam na.
    2. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      লিংক বাদ দিয়ে দিছি ৷
  2. Rifat Author says:
    এগুলো এড পারলিশ করা মানে জনগণকে বাঁশ খাইতে উদ্বুদ্ধ করা । আর কোম্পানির লাভ বাড়িয়ে দেওয়া । এ যাবত কেউ পেয়েছে বলে শুনিনি ।
  3. Rifat Author says:
    আর রবি অ্যাপের ভেতর থেকে কপি পেস্ট করে দেওয়াও খুব সোজা ।
  4. Abdus Sobhan Author says:
    aj kal dekhchi jama churi kore sudhu upore maliker nam dilei kaj calacchen
    1. MD Sagor Contributor says:
      Oneke apps review dite giye about apps/discription churi kore paste kore day.
  5. MD Sagor Contributor says:
    trickbd team akhon active ache. So,,,,,,, 😀
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      এ্যাপস রিভিউ আলোচনা না জানলে আপনি কি লিখবেন? ABCD
    2. Abdus Sobhan Author says:
      oh bro coll
      apk review ki likhte hoi na janle chepe jan uni bolte cheyechen aj kal apps review ar name sudhu “about apps/discription churi kore paste kore day.” nijer review likhe na
  6. MD Sagor Contributor says:
    na janle lekhar dorkar onuvob korina. Ok?

Leave a Reply