ট্রিকবিডির সকল দর্শকদের সালাম জানিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আশা করি সকলেই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আমার আজকের এই পোস্ট হতে চলেছে একদমই অদ্ভুত।আজ আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক শেয়ার করবো যা আমাদের সকলের আয়ত্তের মধ্যে পড়ে অথচ আমরা এই পদ্ধতি জানি না।আপনারা টাইটেলে একদমই ঠিক দেখেছেন।’Scratch Card’ তুলবেন আপনার ফোনে অথচ টাকা চলে যাবে সেই সিমে যেই সিমে আপনি চান।মজার বিষয়কি জানেন এইভাবে টাকা অন্য সিমে রিচার্জ করতে কোনো প্রকার ঝামেলা নেই।না আছে কোনো এ্যাপ ডাউনলোড এর ঝামেলা না আছে কোনো এসএমএস পাঠানোর ঝামেলা।এই ট্রিকটি আপনাদের ‘Android/Button Phone’ উভয় ফোনেই ব্যবহার করতে পারবেন।অতি সহজেই কাজটি সম্পূর্ণ করা যায়।
আমরা সকলেই জানি, ‘Scratch Card’ কি।এটি হলো একধরনের মোবাইল রিচার্জ পদ্ধতি।
যেখানে আপনাদের ফোনে (গ্রামীণ সিমে-*555*গোপন নাম্বার#)/(বাংলালিংক সিমে-*123*গোপন নাম্বার#)/(রবি সিমে- *111*গোপন নাম্বার#) এইভাবে ‘Scratch Card’ থেকে টাকা তুলতে হয়।কিন্তু আমরা যদি এইভাবে না করে এই ভাবে ফোনে নাম্বার তুলি-[*555*গোপন নাম্বার*017xxxxxxxx#](আমি গ্রামীণের সিমের ক্ষেত্রে দেখাচ্ছি)
নিচে সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে দেখানো হলো:
বি:দ্র:আগেই বলে রাখি এই পদ্ধতি শুধু (Gp to Gp),(Banglalink to Banglalink),(Robi to Robi),(Airtel to Airtel) এর ক্ষেত্রে প্রযোজ্য।একই অপারেটরের এক সিম থেকে অন্য সিমে এমনটা করতে পারেন ভিন্ন অপারেটরের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়।আর হ্যাঁ এইভাবে মিনিট কার্ডও এক সিমে তুলে অন্য সিমে পাঠানো সম্ভব। বোঝার সুবিধার জন্য নিচে ‘Screenshots’ দিলাম।’Screenshots’ গুলো অনুসরণ করুন।সবার প্রথমে আপনার ফোনের ‘Dial’ প্যাড এ চলে যান।
তারপর এই ভাবে ফোনে নাম্বার তুলুন-[*555*গোপন নাম্বার*017xxxxxxxx#](আমি গ্রামীণের সিমের ক্ষেত্রে দেখাচ্ছি)।বি:দ্র:ধরুন আমি-01792657794 এই নাম্বারে টাকা রিচার্জ করবো।সেক্ষেত্রে আমি এইভাবে ডায়ল প্যাডে নাম্বার তুলবো-(*555*137873437970704528*01792657794#)
তারপর আপনার ডায়াল প্যাডে ডায়াল ‘Option’ এ ক্লিক করুন।আমার সিম-১ এ জিপি সিম তোলা আছে যেহেতু আমি জিপি সিমে পাঠাচ্ছি তাই সিম-১ হতে ডায়াল করলাম।
ডায়াল ‘Call’ এ ক্লিক করার পর এরকম আসবে।সাথে আপনার ফোনে একটি ‘Message’ আসবে যে রিচার্জ সফল হয়েছে।
আমি মিনিট কার্ড তুলেছি তাই আমার ফোনে মিনিট কার্ড ‘Successfully’ উঠেছে তার ‘Message’ এসেছে।
[বি:দ্র:আপনি যেই সিমেই টাকা/মিনিট রিচার্জ করুন না কেন রিচার্জ ‘Successful’ হয়েছে তার ‘Message’ আপনার সিমেই আসবে।যার সিমে টাকা/মিনিট পাঠাবেন তার সিমে কোনো প্রকার ‘Message’ যাবে না।শুধু ‘Balence’ যোগ হয়ে যাবে।
আমার ফোনে মিনিট কার্ড ‘Successfully’ উঠেছে তার ‘Message’ এসেছে।অথচ আমার সিমে কোনো মিনিট যোগ হয়নি দেখুন।
এবার দেখুন আমি যেই সিমে রিচার্জ করতে চেয়েছিলাম সেই সিমে রিচার্জ ‘Successful’ হয়েছে।
ফেসবুকে আমি:For any problem
আর হ্যা আপনি জানতেন যে তার গ্যারান্টি কি?? আপনি এই বিষয়ে কোনো পোস্ট করছেন??
যারা জানে বলছে তাদের বলছি।?