আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমানে আমাদের দেশে প্রায় সব জিনিস এর দাম উর্ধগতি, একটা জিনিষ এর দাম এক বার বাড়লে সেটি আর কমে না।

এর মূল কারণ হলো ডলার এর দাম বেড়ে যাওয়া এর ফলে প্রয়োজন এর চাইতে বেশি দামে সব কিছু কিনতে হচ্ছে।

মানুষ এর নিত্য নতুন সব চাহিদা এর মধ্যে ইন্টারনেট ও একটি চাহিদা এর মধ্যে পড়ে। বলতে গেলে ইন্টারনেট ছাড়া এক মুহুর্ত থাকা সম্ভব হয়ে ওঠে না।

দেশে মোবাইল গ্রাহক এর সংখ্যা প্রায় ১৮ কোটি। বর্তমানে নবম/দশম শ্রেণির ছেলে মেয়ের হাতে হাতে মোবাইল হয়ে গেছে। প্রায় সবাই ইন্টারনেট এর সাথে সংযুক্ত।

কিন্তু সবার তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করার মতো সামর্থ্য নেই তাই বিশেষ করে যারা প্রথম প্রথম মোবাইল ফোন এর সাথে সম্পৃক্ত হয়,

তাদের অনেকে ফিচার ফোন বা জাভা অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করে। ইন্টারনেট এর মাধ্যমে কানেক্টেড থাকে।

সচরাচর যখন আমি প্রথম ইন্টারনেট ইউজ করতাম আমার প্রথম ফিচার ফোন দিয়ে ইন্টারনেট চালানোর হাতে খড়ি হয়।

বর্তমানে আমাদের দেশের প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করে, তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনো জাভা অপারেটিং সিস্টেম সম্বলিত বিভিন্ন ফোন ব্যাবহার করে।

বর্তমানে আমাদের দেশে নিত্যপণ্যের মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইন্টারনেট এর দাম তাই সবার পক্ষে বেশি টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে সমস্যা হচ্ছে।

তাই আজকে আমি জাভা ফোনে ব্যবহার উপযোগী কম টাকা এর মধ্যে বাংলাদেশী সব মোবাইল অপারেটর এর অফার সম্পর্কে বলবো, যা দিয়ে খুব কম টাকায় ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন জাভা ইউজারগণ।

প্রথমেই বলতে চাই বাংলালিংক সম্পর্কে।

বাংলালিংক ১০০ এমবি ইন্টারনেট কোড *১২১*৯# যার মেয়াদ ৩ দিন

বাংলালিংক ২০০ এমবি ইন্টারনেট কোড*১২১*১৮# যার মেয়াদ ৩দিন

এছাড়াও আপনারা বাংলালিংক সিম এর আরো কম টাকা এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে হলে *১২১*৫০০*৬# ডায়াল করবেন।

তাহলে এমন কম টাকা এর মধ্যে অফার গুলো নিতে পারবেন।

এইবার আশা যাক রবি এর ইন্টারনেট নিয়ে:

আগে রবি অবশ্য অনেক কম মূল্যে অফার দিতো কিন্তু বর্তমানে তা আর সচারাচর লক্ষ করা যায় না।

রবিতে ১০০ এমবি সোশ্যাল প্যাক ১০ টাকা তে পাবেন নিতে ডায়াল করুন *১২৩*০০১০#

২৫০ এমবি রবি ডাটা প্যাক যার মেয়াদ ৩০ দিন ৪৬ টাকা তে নিতে পারেন যা জাভা ইউজার দের জন্য বেশ ভালো অফার বলে মনে হলো আমার কাছে। নিতে ডায়াল করুন*১২৩*১১০#

Airtel ইন্টারনেট প্যাক :

১২ টাকা তে এক জিবি সোশ্যাল প্যাক নিয়ে নিন*১২৩*০১২#

এবং ২৫০ এমবি ইন্টারনেট ১৭ টাকা *১২৩*০১৩#

গ্রামীণফোন ইন্টারনেট প্যাক:

দুঃখীত গ্রামীণফোন সিম দিয়ে আপাতত কেনো কম মূল্যের কোনো অফার নাই। তাই আপনারা একটা কাজ করতে পারেন ৯ টাকা দিয়ে ২০০ এমবি ইন্টারনেট স্ক্র্যাচ কার্ড কিনে ব্যাবহার করতে পারেন যার মেয়াদ ৩ দিন।

টেলিটক ইন্টারনেট প্যাক:

টেলিটক হলো রাষ্ট্রীয় একটি অপারেটর,তবে সব জায়গা তে এটার নেটওয়ার্ক ব্যাবস্থা খুব একটা ভালো না। তাই চাহিদা কম যাদের টেলিটক আছে তারা ১০০ এমবি নিতে পারবেন *১১১*৫০১# ডায়াল করে।

এবং ৫০০ এমবি ৩০ দিন এর জন্য নিতে পারবেন ৩৯ টাকা তে নিতে হলে ডায়াল করবেন *১১১*৫০৩#

মূলত এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে এইসব অফার গুলোই বর্তমানে আছে। যা দিয়ে কোনো রকম ভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন জাভা ইউজারগণ।

চাইলে অ্যান্ড্রয়েড ইউজার গণ ও পোস্ট টি দেখতে পারেন, যাদের কম ইন্টারনেট ব্যবহার করতে হয় হয়তো তাদের জন্য কাজে লাগবে।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকবেন।

52 thoughts on "জাভা এবং অ্যান্ড্রয়েড ইউজার রা যেভাবে কম টাকায় এমবি কিনবেন জেনে নিন!!"

  1. MD Rakib Mia says:
    এগুলো কোনো প্যাক হলো।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ভালো না লাগলে ইগনোর করতে পারেন
  2. Sohag21 Author says:
    পোস্ট আর একটু উন্নত করা দরকার আর পোস্টে কালার কোড বেশি হয়ে গেছে। বাটন ফোনের জন্য এয়ারটেল সিমে *888# ডায়াল করলে টং অফার পাওয়া যায়। আর গ্রামীনফোনের http://www.grameenphone.com ওয়েবসাইটের Flexiplan থেকে কম খরচে এমবি কেনা যায়। আগে ৩ টাকায় ২০ এমবি করে নেয়া যেত, এখন হয়তো বন্ধ হয়ে গেছে।
  3. Rakib Author says:
    ভালো লেখেছেন তবে যুগ পাল্টাচ্ছে… মনে হয় না জাভা ইউজ কেও করে এহনো? আর এসব ত ussd code এমনেই জানে প্রায় সকলে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      অনেকই আছেন জানেন না সকল এর সুবিধা এর জন্য তুলে ধরলাম
    2. Aubdulla Al Muhit Contributor says:
      এখনও জাভা ফোন ব্যবহার করে থাকি ভাই । জাভার সাথে কোন কিছুর সাথে তুলনা করা যায় না ।
    3. MD Zakaria Contributor says:
      আপনার মত সবার পকেটে এত টাকা নাই ভাই
    4. MD Zakaria Contributor says:
      আপনার মত সবার পকেটেই এত টাকা নেই ভাই
    5. MD Zakaria Contributor says:
      যুগ পাল্টালেও অনেকেই এমন আছে
  4. Sohag21 Author says:
    পোস্ট আরেকটু উন্নত করার দরকার ছিলো। আর পোস্ট এত কালার কোড ব্যবহার করা ঠিক না। বাটন ফোন থেকে এয়ারটেল সিমে *888# ডায়াল করলে Tong Offer পাওয়া যায়, তাছাড়া *4# তো আছেই। আর গ্ৰামীনফোন সিমে গ্ৰামীনফোনের ওয়েবসাইটে গিয়ে Flexiplan অপশন থেকেও কম খরচে MB, SMS, Minutes নেওয়া যায়। আগের তিন টাকায় 20 এমবি করে নিতাম এখন হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু অন্যান্য অফার গুলো চালু আছে এখনো। এই বিষয়গুলো পোস্টে উল্লেখ করার দরকার ছিল।
  5. Sohag21 Author says:
    পোস্ট আরেকটু উন্নত করার দরকার ছিলো। আর পোস্ট এত কালার কোড ব্যবহার করা ঠিক না। বাটন ফোন থেকে এয়ারটেল সিমে *888# ডায়াল করলে Tong Offer পাওয়া যায়, তাছাড়া *4# তো আছেই। আর গ্ৰামীনফোন সিমে গ্ৰামীনফোনের ওয়েবসাইটে গিয়ে Flexiplan অপশন থেকেও কম খরচে MB, SMS, Minutes নেওয়া যায়। আগের তিন টাকায় 20 এমবি করে নিতাম এখন হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু অন্যান্য অফার গুলো চালু আছে এখনো। এই বিষয়গুলো পোস্টে উল্লেখ করার দরকার ছিল।
  6. Sohag21 Author says:
    পোস্ট আরেকটু উন্নত করার দরকার ছিলো। আর পোস্ট এত কালার কোড ব্যবহার করা ঠিক না।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ঠিক আছে পরবর্তী সময় মনে থাকবে
  7. Sohag21 Author says:
    বাটন ফোন থেকে এয়ারটেল সিমে *888# ডায়াল করলে Tong Offer পাওয়া যায়, তাছাড়া *4# তো আছেই। আর গ্ৰামীনফোন সিমে গ্ৰামীনফোনের ওয়েবসাইটে গিয়ে Flexiplan অপশন থেকেও কম খরচে MB, SMS, Minutes নেওয়া যায়। আগের 3 টাকায় 20 এমবি করে নিতাম এখন হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু অন্যান্য অফার গুলো চালু আছে এখনো। এই বিষয়গুলো পোস্টে উল্লেখ করার দরকার ছিল।
  8. Sohag21 Author says:
    এয়ারটেল সিমে *888# ডায়াল করলে Tong Offer পাওয়া যায়। আর গ্ৰামীনফোনের ওয়েবসাইটে গিয়ে Flexiplan অপশন আছে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ফ্লেক্সিপ্ল্যান এও দাম বেশি
    2. MD Zakaria Contributor says:
      জাভা ফোন দিয়ে ফ্লেক্সি প্ল্যান এক্সেস করা খুব কঠিন, java ফোন দিয়ে কেনা যায় না বললেই চলে
  9. Aubdulla Al Muhit Contributor says:
    ধন্যবাদ এরকম একটি আটিকেল উপহার দেওয়ার জন্য । তবে এই অফারগুলোর থেকে আনলিমিটেড অফারগুলো হাজারগুণে ভালো । বছর হিসেবে টাকা কম লাগবে । আমি নিজেই গ্রামীণফোনে আনলিমিটেড মেয়াদের অফার ব্যবহার করি ।
  10. Sajid Blue Author says:
    সিমের এও গুলাতে ভালো অপার পাওয়া যায়। USSD কোডের তুলনায় এপ থেকে কিনলে টাকা কম লাগে
  11. Aubdulla Al Muhit Contributor says:
    ধন্যবাদ এরকম একটি আটিকেল উপহার দেওয়ার জন্য । তবে এই অফারগুলোর থেকে আনলিমিটেড অফারগুলো হাজারগুণে ভালো । বছর হিসেবে টাকা কম লাগবে । আমি নিজেই গ্রামীণফোনে আনলিমিটেড মেয়াদের অফার ব্যবহার করি ।
  12. Sajid Blue Author says:
    এপ থেকে কিনলে কমে পাওয়া যায়
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      অ্যাপস এও দাম বেশি দেখা যায় বর্তমানে
  13. Aubdulla Al Muhit Contributor says:
    ধন্যবাদ এরকম একটি আটিকেল উপহার দেওয়ার জন্য । তবে এই অফারগুলোর থেকে আনলিমিটেড অফারগুলো হাজারগুণে ভালো । বছর হিসেবে টাকা কম লাগবে । আমি নিজেই গ্রামীণফোনে আনলিমিটেড মেয়াদের অফার ব্যবহার করি ।
  14. MD Zakaria Contributor says:
    জাভা ফোনের সাথে অনেক স্মৃতি মিশে আছে
    1. Amit Baidya Author says:
      2016-17 Te to Trickbd Te Java Diya Visit Kortam ?
    2. Rakib Author says:
      Apnar fake id nki?
  15. Dipzol Roy Dipu Contributor says:
    Ha Ha Darun Post. . . .Very Nice. . . . Ha Ha. . . .
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হাহা দেওয়ার কিছু নাই, ভালো না লাগলে ইগনোর করতে পারেন
  16. RDX Contributor says:
    Number gula hide korle bhalo hoto na?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Mistake brother
  17. Torikulking Contributor says:
    হাস্যকর পোস্ট, এর থেকেও কমে পাওয়া যায়। BL amar offer / Robi combo offer / GP Darun offer এ। যা সবার জন্যই থাকে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বর্তমানে এইসব পাওয়া যায় না, যেগুলো available

      সেগুলো নিয়ে পোস্ট করা হয়েছে

    2. Najmul Nazu Author says:
      সঠিক বলেছেন
  18. Najmul Nazu Author says:
    যত কালার করসেন পোস্ট, চোখে লাগতেছে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বিষয় টা পরবর্তী সময় মনে থাকবে
  19. Najmul Nazu Author says:
    সত্য কথা এসব পোস্ট দেখলেই ট্রিকবিডিতে ঢোকার রুচি নষ্ট হয়ে যায়
    1. Amit Baidya Author says:
      কিন্তু আমার মতে ভালো একটি পোস্ট, জাভা ইউজার দের জন্য
    2. Najmul Nazu Author says:
      কীভাবে রে ভাই?
    3. Amit Baidya Author says:
      Java Use korle Amnetai Bujten
  20. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    কি পোস্ট লিখেন ভাই। কিছুদিন ধরে মেসেঞ্জার এ poll option add। এখন আবার Mb কিভাবে কিনতে হয় সেই পোস্ট লিখছেন আপনার পোস্ট এর মান দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কেন? যারা Trickbd ইউজ করে তারা অবশ্যই Data pack কিভাবে কিনতে হয় সেই বিষয়ে ধারণা রাখে। নিয়মিত পোস্ট করতে হবে এমন কোনো মানে নেই। ২/৩ দিন পর পর পোস্ট করুন তবে ভালো টপিক ভেবে নিয়ে পোস্ট করেন।
    1. Najmul Nazu Author says:
      বর বইলেন না উনি আবার অন্যকে পোস্ট করতে মানা করে ?
    2. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান মতামত জানানোর জন্য
    3. MD Zakaria Contributor says:
      এটা ঠিক বলেছেন
  21. Amit Baidya Author says:
    যদিও জাভা নাই,
    তবে জাভা ইউজার দের জন্য অনেক হেল্প হবে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাই এই জন্যই পোস্ট করা
  22. MD Zakaria Contributor says:
    সেই জাভা ফোনের কথা মনে পড়ে গেল
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ওহ আচ্ছা
  23. Tutuldada Contributor says:
    Robi *888# dial korlei enough
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm
  24. Xein Ahmed Author says:
    bohudin por operator offer dekhlm trickbd r feed ea
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ পোস্ট এ কমেন্ট করার জন্য

Leave a Reply