আসা করি সবাই ভালো আছেন।টাইটেল
দেখেই বুজে গেছেন আমি কি বলতে
চাচ্ছি।গ্রামীণফোন দিচ্ছে ১০ টাকায় ২
এমবিপিএস স্পীডে ১ জিবি ইন্টারনেট
মাত্র ১০ টাকায়।এটি কোনো স্পেশিয়াল
গ্রাহক অফার না।তবে সর্ত ছাড়া এখন
কিছু পাওয়া যায় না।
ভাই কিছু মনে করবেন না আপনারা

নিজেরাই সর্ত গুলো সাইট থেকে দেখে
নিনঃ
নিচের শর্ত অনুযায়ী কাজ করুনঃ
১। প্রথমে *৫০০০*৯# Dial করে দেখুন
অফারটি আপনার জন্য আছে কিনা।
২। যদি ১০ টাকায় ১ GB অফারটি থাকে
তাহলে *৫০০*৯১# Dial করে কিনতে
পারবেন।
৩। এবার যত খুশি ১ GB নিন। আমি ১০ বার
নিসি।
৪। wow box দিতে gb র মেয়াদ বাড়িয়ে
নিন।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন

ফেসবুকে আমি

3 thoughts on "গ্রামীণফোনে ২Mbps স্পিডে 1GB ইন্টারনেট নিয়ে নিন মাত্র ১০টাকায় (যত খুশি তত বার)"

  1. Taronnobd Contributor says:
    ooh nice post
  2. দুর মিয়া এটা তো দেখি 250 mb pack *500*9#
  3. Hoque Mohammad Akash Author says:
    পোস্ট চেক করে নতুন পোস্ট দিবেন।

Leave a Reply