আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন,আমিও
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের সামনে বিখ্যাত কমিক্স বই বেসিক আলির ৪র্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। এটি প্রথমআলো প্রত্রিকায় থাকা সকল বেসিক আলির কমিক্স গুলো একত্র করে বই আকারে তৈরি করা হয়েছে । এর বিষয়ে আপনারা প্রায় সকলেই জানেন। কারও কারও কাছে এটি খুব ভালো লাগে এবং অনেকের কাছে ভালো লাগে না। তবে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে ভালো লাগবে। আর যাদের ভালো লাগে না সেটার কারন হলোঃ প্রত্রকায় মাত্র একটি করে পার্ট দেওয়া থাকে তাই পড়ে আনন্দ পাওয়া যায় না।
কিন্তু আজকে আপনাদের সামনে যা আনবো তা অবস্যই ভালো লাগবে ।

####বই সম্পর্কে আমার মতামত####

বেসিক আলি হলো এমন একটি কমিক্স বই যেটাতে একটি পরিবার কে উল্লেক করা হয়েছে। তাদের জীবনে ঘটেচলা মজার ঘটনা গুলোকে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।এখানে বেসিক একটি পরিবারের সদস্যা তার একটি ছোট ভাই আছে যার নাম ম্যাজিক। আর তার ছোট বোন আছে যার নাম হলো নেচার।আর আছে তাদের বাবা-মা। এই পাচঁ জন লোক মিলে তৈরি হয়েছে একটি পরিবার। বেসিক খুব চালাক একজন মানুষ সে সব কাজে তার বুদ্ধি ব্যয় করে এবং সে কাজ করে একটি ব্যাংক অফিসে। সেখান কার কর্মকর্তা দের সাথেও নানা বিষয় নিয়ে কথা হয়। এসব বিষয় নিয়ে তৈরি হয় একটি মজার ঘটনা।
…………
.
((গত পর্বের বেসিক আলির জায়গা বেশি হওয়ার জন্য আমি দুঃখিত। তবে আজকের পর্বের জায়গা কম। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডাউললোড করুন।))
.
রিভিও

নাম : বেসিক আলি ০৪
সাইজ : 8.0 MB

লেখক : শাহরিয়ার খান
পৃষ্ঠা : ১৬২ টি

ডাউনলোড লিংক

কমিক্স টির কিছু ছবি


.

.

.

————————
আর যারা এই সম্পর্কে কিছু যানেন না তারা সবাই নিচের ছবিটি দেখুন।


……….

(প্রতিটি পর্বের মূল লেখা গুলো আমি একই রাখবো এতে সময় কম লাগবে এবং পর্ব গুলো আপনারা তাড়াতারি পেয়ে যাবেন। )

আমার কাছে খুবই ভালো লেগেছে , যাকে বলে হাসতে হাসতে দম বের হওয়ার মতো ঘটনা ।
বইটি ডাউনলোড করুন এবং পড়ুন। তারপর কেমন লেগেছে আমাকে জানান।আমি খুব শিগ্রই বেসিক আলির পরের পার্ট নিয়ে হাজির হতে চলেছি।সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।
connect me on facebook

ধন্যবাদ

23 thoughts on "[PDF BOOK] বাংলাদেশের সেরা ও বিখ্যাত কমিক্স বই বেসিক আলি(পর্ব-৪)সবাই দেখুন ভালো লাগবে।"

  1. MD Mizan Author says:
    valo lagtece sob part den?
    1. Mostak Ahmed Author Post Creator says:
      Thanks খুব তাড়াতাড়ি দিবো।
  2. Ahmed Limon Contributor says:
    ভাই আমি ছোটোবেলা থেেকই কমিক্স পাগলা বহু কমিক্স পড়া শেষ?আপনার বেসিক আলি ই-বুক সমগ্র শেষ এখন মার্ভেল আর ডিসি ইংলিশ কমিক্স পড়ছি।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ohh তাই । চালিয়ে যান আমি পরবর্তীতে আরও ভালো কিছু কমিক্স শেয়ার করব।
  3. MnjrMonjur Contributor says:
    chaliye jan bro…..
    1. Mostak Ahmed Author Post Creator says:
      Thank you
  4. ZiAuzZaMan Contributor says:
    Next part পাওয়া জন্য Wait করছি।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ
      সাথেই থাকুন।
  5. Hacker Boy Contributor says:
    খুব মজা পেলাম । এভাবেই পোষ্ট করতে থাকুন।
  6. Raju Das Rudro Author says:
    কালার হলে ভালো লাগতো
  7. Raju Das Rudro Author says:
    যাই হোক, এটা কমিক্স শেয়ার করার সাইটট না ভাইয়া।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      এটা সব কিছু শেয়ার করার সাইট
      আমি ট্রিকবিডিতে আছি ৫ বছর দরে তাই আমি অবশ্যই জানি আমার কেমন পোষ্ট করতে হবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ
    2. Mostak Ahmed Author Post Creator says:
      যদি চান আমি কালার আছে এমন কমিক্স শেয়ার করতে পারি।
  8. Arafat Hossain Contributor says:
    vai basic ali 2010 den nai …… plz dia den……
  9. Naim sdq Author says:
    বইটা দারুন লাগল। মোস্তাক এতদিন ডাউনলোড করেছিলাম না। আজ করলাম।
    Next→
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। পরের পার্ট খুব তাড়াতাড়িই দিবো
  10. Sk Hadi Contributor says:
    next post plz…..
  11. Md. Alamin Author says:
    এক পোষ্টে সব দিলেই হতো ভাই কারণ বই তো একই বিষয় নিয়ে।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      হুম,,আমার এমবি ফুরিয়ে গেছে এমবি কিনে তারপর পোষ্ট করব।
  12. ভাইয়া খুব দারুন লাগল।
    আপনি যদি বাটুলদা গ্রেট বা নন্টে ফন্টে সমগ্র শেয়ার করেন তো খুশি হব।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। আমি মাসখানেক পর এগুলো নিয়ে পোষ্ট করব।

Leave a Reply