তুমিও জিতবে, বইটির নাম শুনে প্রথমে আমিই অবাক হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন।
আমার কাছে কেমন যেনো ইন্টারেস্টিং লাগতে লাগলো, এবং আমি পড়া শুরু করলাম।

এতো মূল্যবান কথা, আমি আর কখনো কারো মুখ থেকে কিংবা কোনো বইতেও আজ প্রযন্ত পড়িনি তবে হ্যা এই তুমিও জিতবে বইটাতে পড়লাম, ধন্যবাদ জানাই লেখককে, এতোসুন্দর একটা বই লেখার জন্য।

আমাদের কোনো কাজে মন বসে না, কেনো বসে না?
কি করতে হবে সব, বুঝিয়ে লিখেছেন এই বইটিতে।
আমরা অনেকেই কোনো কাজ শুরু করার পরে ভালো রেজাল্ট না আসলে হতাশ হয়ে পড়ি, এই হতাশ থেকে বের হওয়ার উপায় বলেছেন।

এবং একজন মানুষ কিভাবে সফল হবে তার সব মন্ত্রো এই বইটিতে আছে।
বইটির কিছু স্কিনসট

বইটির লেখকঃ শিব খেরা ইন্টারন্যাশনাল লেখক
বইটি প্রকাশিত হয়েছিল ১ম ২০১৮ সালে
বইটির পিডিএফ সাইজ ৮ মেগাবাইট প্রায় ।

বইটি ডাউনলোড করুন You Can Win pdf

পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে  Trickpure24.com

5 thoughts on "তুমিও জিতবে পিডিএফ বই (You can win, pdf book"

    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Sajeeb Ahmed Author says:
    স্যার শিব খেরার বইটি আমি ২০১১ সালে প্রথম পড়ি। অনেক ভালো লেগেছিলো বইটি এরকম এরকম কথা। অন্য বইগুলোতে পাওয়া অনেক টাফ। ধন্যবাদ বইটির পিডি এফ দেওয়ার জন্য
    1. স্বপ্ন Author Post Creator says:
      হয়তো ২০১১ তে প্রথম প্রকাশ হয়েছে, এরপরে ২০১৮তে সংস্করণ হয়েছে। ধন্যবাদ।
  2. Mohosin ali Contributor says:
    Atai khujsilam
    Thanks

Leave a Reply