হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দারুন একটা বুক সিরিজ এর সাথে পরিচয় করিয়ে দেব। সেটি হলো জনপ্রিয় হ্যারি পটার সিরিজ।
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আপনি কি কখনও হ্যারি পটার সিরিজটি পড়েছেন? আমি আপনাকে হ্যারি পটার সিরিজটি পড়তে বলবো। কারন আপনি যদি সত্যিকারের বইপ্রেমি হন তাহলে আপনার উচিত এখনই বইগুলো পড়ে ফেলা। হ্যারি পটার সিরিজ হলো দুনিয়ায় সবচেয়ে বেশী আয় করা সিরিজগুলোর মাঝে একটি। এটি মূলত জে. কে. রওলিং নামক একজন লেখিকার লেখা বই। আমি নিজে বইগুলো পড়েছি এবং এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা, তাহলে আমি বলবো হ্যারি পটার সিরিজ। বইগুলা দারুন। তাছাড়া এগুলার উপর ৮ টা মুভিও আছে। সেগুলোও দারুন।
সিরিজটা মূলত ৭ টা বই নিয়ে। যথা;
1. HARRY POTTER AND THE PHILOSOPER`S STONE
2. HARRY POTTER AND THE CHEMBER OF SECRETES
3. HARRY POTTER AND THE PRIZONER OF AZKABAN
4. HARRY POTTER AND THE GOBLET OF FIRE
6.J HARRY POTTER AND THE HALF BLOOD PRINCE
7. HARRY POTTER AND THE DEATHLY HALLOWS
৭ টা বই ই দারুন, তবে কাহিনীর টুইস্ট শুরু ৩ নং বই থেকে। তবে পুরো কাহিনী বুঝতে হলে আপনাকে ৭ টা বইই পড়তে হবে।
কাহিনীঃ কাহীনি মূলত উইর্জাডদের পৃথিবী নিয়ে, অর্থাৎ জাদুকরদের নিয়ে । আপনি যদি যাদু পছন্দ করেন, আপনি যদি উইজার্ড এবং ডাইনি পছন্দ করেন, যদি আপনি সাসপেন্স পছন্দ করেন তবে হ্যারি পটার সিরিজটি পড়ুন। আসলেই দারুন বইগুলা। এখানে লিখিকা আমাদের বাস্তব জীবনটার সাথে কল্পনার জীবনকে এমনভাবে মিলিয়েছেন তা বলার মতো না।
আপনি যদি ইন্টারনেটে আজ এই নিবন্ধটি প্রথম জিনিসটি দেখছেন তবে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশের অনেক বছর কেটে গেছে। বইটি (এবং পরবর্তী বইগুলি) জনপ্রিয়তার সাথে বাড়ার সাথে সাথে পটারের একটি নেতিবাচক কমেন্ট খুঁজে পাওয়া আপনার পক্ষে কঠোর চাপ হবে।
হ্যারি পটারের বই প্রকাশিত হওয়ার পরে এটি খুব সফল। হ্যারি পটারের বই আমাদের মাগল, যাদুকর নয় এমন ব্যক্তি হিসাবে বর্ণনা করে যারা উইজার্ডের অস্তিত্ব জানে না আমাদের জীবনযাপন করে। বইগুলি আমাদের এমন একটি যাদুকর বিশ্ব কল্পনা করতে দেয় যা আমরা দেখতে অক্ষম।অপরদিকে উইজার্ডগুলি সাধারণত সহনশীল এবং মগলগুলির দিকে ভাল থাকে। বইটি বাস্তব জীবন এবং কল্পনার মধ্যে সীমাবদ্ধ করে।
মূল চরিত্রঃ বইয়ের মূল চরিত্র হ্যারিকে নিয়েই সকল কাহিনী। তার জাদুময় স্কুল জীবনের ৭ টা বছর কিভাবে কেটেছে তার বর্ননাই পাওয়া যায় বইতে । তাকে ঘিরেই সব কাহিনী।
রেটিংঃ বইগুলোর রেটিং অনেক ভালো। গুডরিডার্স এর রেটিং এ,
৭ নং বইটি পেয়েছে ৪.৬১/৫
৩ নং টি পেয়েছে ৪.৫৬/৫
৬ নং টি পেয়েছে ৪.৫৬/৫
৪ নং টি পেয়েছে ৪.৫৬/৫
তাছড়া অন্যান্য রেটিং ও ভালো।
তাহলে অবশেষে একটি কথাই বলবো যে বইগুলো আজই পড়ে ফেলুন। গুগলে পিডিএফ আছে অথবা কিনেও পড়তে পারেন। তবে বাংলা অনুবাদগুলো একটু খটমটে। তাই পারলে ইংরেজিতে বইগুলো পড়তে পারেন।
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
6 thoughts on "book review: জনপ্রিয় harry potter series. যেই বইগুলো/মুভি গুলো না পড়লে জীবনে অনেক বড় কিছু মিস করবেন l"