লেখকঃ শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয।

বিপদ যখন নিয়ামাত বই রিভিউঃ

বইটি মূলত বিপদ আপদের স্বরুপ আর বিপদের সময় একজন মুসলিমের আমল কীরুপ হওয়া উচিত তা নিয়ে। মানুষের জীবনে বিপদ আসে নানা রুপে। বিপদ কখনো হয় পরীক্ষা, কখনো শাস্তি আর কখনো আসে নিয়ামাত হিসেবে। আমরা বুঝবো কিভাবে বিপদটা আমাদের জন্য ভাল না মন্দ। আমরা বিপদগ্রস্ত অবস্থায় বিপদ কাটানোর জন্য কী আমল করবো? এসব প্রশ্নের জবাবই যেন এ বইতে লিপিবদ্ধ আছে।

বইয়ের প্রথম ভাগে উস্তাদা শাওয়ানার কলমে উঠে এসেছে বিপদ সম্পর্কে অমোঘ বাস্তবতা। বিপদ দ্বারা আক্রান্ত আল্লাহ সবাইকেই করেন, কিন্তু কেন? যাতে আমাদের পরীক্ষা করতে পারেন।

আর আমাদের উপর আপতিত সমস্ত বিপদ তো নিয়তিরই বিধান। এই আকীদাটা শক্ত করার জন্য বইতে ব্যপক চেষ্টা করা হয়েছে যা বইটি পড়লেই পাঠক বুঝতে পারবেন।

আমরা যেন ভরসা না হারাই। বিপদে আক্রান্ত হয়ে এমন কথা না বলি যা শাইতানের দরজা খুলে দেয়। বরং সবরের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের মর্যাদা বাড়িয়ে নেই। এমনও তো হতে পারে এই বিপদ আমার ভালোর জন্যই কিন্তু আমি আপাত দৃষ্টিতে এর হিকমত বুঝতে পারছিনা।

আচ্ছা, বিপদঃ কখন পরীক্ষা আর কখন শাস্তি? যখন কেউ আল্লাহর জন্য কাজ করতে গিয়ে বিপদে পতিত হন; সেটা হচ্ছে পরীক্ষা। যেমন, কোনো মুজাহিদ যখন আহত হন। আর, যখন কেউ গুনাহের কাজ করতে করতে দূর্দশার স্বীকার হয়, তখন সেটা শাস্তি। যেমন, কোনো মদ্যপ যখন মদপানের জন্য অসুস্থ হয়।

বিপদের যদিও অনেক ফজিলত আমাদের উচিত না বিপদ কামনা করা। আমাদের সহজতার জন্য দুআ করতেই শিখিয়ে দেয়া হয়েছে।

৪টি আমলের দ্বারা বিপদকে নিয়ামাতে বদলে দেয়া যায়। যথা- ১। সবর ২। ইস্তিরজা ৩। ইহতিসাব ৪। তাকওয়া। বিস্তারিত জানতে বইটি পড়তে হবে।

বইয়ের ২য় অংশে শাইখ মুসা জিবরীলের ৩টি লেখা স্থান পেয়েছে। অবাক ব্যাপার হচ্ছে, উনার লেখা পড়ে মনে হবে যেন উনার ছেলে শাইখ আহমাদ মুসা জিবরীলের লেখা পড়ছেন। একই ধাচ, একই ধরনের নববী ইলমের সমাহার! উনার লেখাগুলোতে আকীদার কিছু ভিত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
যা শক্ত থাকলে আমরা যে কোন বিপদে অবিচল থাকতে পারবো।

এগুলো হচ্ছেঃ ১। আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয়না। ২। আল্লাহ সব জানেন। মূলত এ দুটি বিশ্বাস আমাদের সব অশান্তি, অস্থিরতাকে দূর করে দিতে পারবে। এছাড়া শাইখ দুআ নিয়ে বেশ সুন্দর কিছু আলোচনা করেছেন। আলি (রা) এর একটি কাহিনী, ইমাম আহমাদ (রাহ) এর কাহিনী এবং ফিরাউনের স্ত্রীর দুআর কাহিনী মনে দাগ কাটার মত।

আরো পড়ুনঃ?

বি স্মার্ট উইথ মুহাম্মদ – (সাঃ) pdf download | Be Smart With Mohammed – (Sa:)

অতঃপর বইয়ে উস্তাদ আলি হাম্মুদার দুটি বিশাল লেখা স্থান পেয়েছে। একটি লেখায় লেখক বিষণ্ণতার ১৫টি চিকিৎসা বাতলে দিয়েছেন। আজ তো আমরা মন খারাপের যুগে বাস করি। আমাদের সব আছে। কিন্তু মনে সুখ নাই। সুখ আসলে কীসে? এই কথারই উত্তর দেয়ার চেস্টা করা হয়েছে ‘সুখানুভূতির শুরু এখানেই’ নামক লেখায়।
সর্বোপরি, বইটা বিপদগ্রস্ত উম্মাহর সকলের জন্য যথেস্ট উপকারী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ।

বিপদ যখন নেয়ামত বইটির ২ টি পাঠক রিভিউ পড়ে নিনঃ

১। পাঠক নামঃ Sabbir Ahmed Shibli

অসাধারণ একটা বই। আপনি বইটা পড়লে বুঝতে পারবেন যে আপনি যদি একজন মু’মীন বান্দা হোন, বিপদ আসলে আপনার জন্য একটা নিয়ামতসরূপ। ডিপ্রেশনে থাকলে পড়লে মনে সাহস পাবেন, মন ভারমুক্ত লাগবে ইনশাআল্লাহ্।

২। পাঠক নামঃ Hasib Hasan

যে বইটি আমার জীবনে আমুল পরিবর্তন এনেছি সেই বইটি হল ”বিপদ যখন নিয়ামত”। আগে বিপদ আসলে আমি অল্পতেই ভেঙ্গে পড়তাম।

এই বইটি পড়ে আমি জানতে পেরেছি কিভাবে বিপদে ধৈর্য ধারণ করতে হয়।কীভাবে আল্লাহর প্রতি আস্থা রেখে তার কাছে দোয়া করতে হয়। বিপদ আমদের জন্য পরীক্ষা স্বরুপ।

তাছাড়া বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেন এবং আমাদে গোনাহ সমুহ মাফ করে দেন। এই বই পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার প্রতি আল্লাহর পরীক্ষা এবং কোনটা আপনার জন্য গজব। এই বইটি আমাকে দুনিয়া বিমুখ করে আল্লাহ মুখী করতে সাহায্য করেছে। আমি আশা করি আপনার জীবনেও এই বই ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ।

বিপদ যখন নেয়ামাত বইটির সুচিপত্রঃ

বইয়ের নামঃ বিপদ যখন নিয়ামাত
বইয়ের লেখকঃ শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয।
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৩ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক, ঈমান, আক্বিদা ও তাওবাহ
পিডিএফ সাইজঃ ১২ মেগাবাইট প্রায়।

ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

4 thoughts on "বিপদ যখন নিয়ামাত pdf বই download – Bipod Jokhon Neyamot Pdf"

  1. Rohan Contributor says:
    Good post.
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. বইটি আমি বাজার থেকে কিনে পড়েছিলাম ।

    আসলেই অসাধারণ একটা বই !

    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন।

Leave a Reply