এইভাবে বাচ্ছাটি প্রতিদিন নামাজ পড়ার পড়ে খেতে পায়। একদিন বাচ্ছাটির মা অন্য বাড়ির কাজ করতে গিয়েছে, ঘরে খাবার ও ছিলোনা মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেঃ আল্লাহ আমি আমার ছোট ছেলেটিকে তোমার প্রতি ইয়াকিন তৈরী করার জন্য অনেক মাস ধরে চেষ্টা করে যাচ্ছি আজ আমি বাসায় নেই। আমার ছেলেটি মক্তব থেকে এসে দুই রাকাত নামাজ পরেই খাবার খোজ করবে কিন্তু ঘরে তো খাবার নাই।
আমার ছেলেটির ইয়াকিন যেন ঠিক তাকে সেই ব্যবস্হা করার দ্বায়িত্ব আল্লাহ আপনার কাছে এই বলে শিশুটির মা ফরিয়াদ শেষ করলো। কাজ করা শেষে বাড়িতে এসে ছেলেকে জিঙ্গেস করে বাবা নামাজ পরে খানা খেয়েছো? ছেলে বলে হ্যা মা কিন্তু আজকের মতো এতো সুস্বাদু খাবার আর আমি কোনোদিন খাইনি। এরকম আরো ঘটনা রয়েছে বইটিতে।
লেখিকা টাঙ্গাইলে তাবলিগে জামায়াতে ১৫ দিনের জন্য গিয়েছিলেন, এবং এই পনেরো,দিনে তাকে ৮ টি পরিবারের সাথে সময় দিতে হয়েছে। সেখান থেকে অনেক অভিঙ্গতাই অর্জন করে এসেছেন। আমি মনে করি এই বইটা প্রতিটি বাবা মায়ের পড়া উচিৎ, কারন একটি বাচ্চা সবসময় পিতামাতাকে ই অনুসরন করে তাদের কমান্ড গুলোই ছোটবেলায় মস্তিষ্কে সেভ করে নেয়। তাই এ সময় যে সফটওয়্যার ইনস্টল করে দিবেন, সেটাই পার্মানেন্ট হয়ে যাবে।
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
One thought on "সন্তানের দীক্ষা PDF Download by সামসুল আরেফিন শক্তি"