অনেক প্রজেক্টেই রেন্ডম নাম্বার তৈরি করতে হয়।
পিএইচপি তে রেন্ডম নাম্বার তৈরি করার জন্য একটা
ফাংশন রয়েছে rand() নামে।
আপনি একটি পিএইচপি ফাইল খুলে echo rand();
লিখলেই আপনাকে যে কোন একটা নাম্বার দিবে।
পুরো পিএইচপি ফাইলটিঃ
এখন আপনার যত ইচ্ছে তত রেন্ডম নাম্বার তৈরি করতে
পারেন।
একটার সাথে আরেকটার মিল থাকা খুবই কম।
কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে
হ্যা, তার জন্য আমরা রেঞ্জটি ঠিক করে দিতে
পারি।
যা আমাদের ১ থেকে ১০ এর মধ্যে যে কোন একটা
নাম্বার দিবে।
এবার আমরা ইচ্ছে করলে একটু খানি কন্ডিশন যোগ
করে আমাদের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারি।
কন্ডিশনটা আপনি কিভাবে ব্যবহার করতে চান তার
উপর নির্বর করে। নিচে ছোট্ট একটা উদাহরন দেওয়া
হলোঃ
পূর্বে প্রকাশিতঃ এখানে
ফেসবুকে আমিঃ Ft Farhad
আমার সাইটঃ Ft Web BD
আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প
One thought on "পিএইচপিতে রেন্ডম [এলোমেলো] নাম্বার"