আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে কেউ ভালো না থাকলে ট্রিকবিডিতে ভিজিট করে না।

অনেকেই হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে, আমি কি নিয়ে পোস্ট করছি। হ্যা আমি জাভা ইউজারদেরকে আজকে দেখাবো কিভাবে PHP ডাউনলোড সাইট তৈরি করতে হয়?

অনেকেই এই টপিক টি জানেন তাই বলে রাখি কেউ খারাপ মন্তব্য করবেন না। আমি এই পোস্টি লিখতে বসলাম কারণ FB তে JMF গ্রুপে কয়েকজন আমাকে বলেছেন কিভাবে জাভা মোবাইল দিয়ে PHP ডাউনলোড সাইট তৈরি করতে হয়?

এটার জন্য আমি ৩ টি পার্টে পোস্ট দিবো তাই সাথে থাকবেন।

এই টপিক নিয়ে ট্রিকবিডিতে পোস্ট নেই বললেই চলে কারণ ২টা পোস্ট আছে তাও শুধু প্রথম পর্বটি আছে বাকি গুলোর কোনো খোজ নেই। তাই আজকে আমি পোস্ট লিখতে বসলাম।

আশা করি সব পর্বগুলায় পাবেন।

তো পোস্টি শুরু করার আগে ডেমো দেখে নিন।
Demo Link: Mobileneeds.ga

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক:

PHP ডাউনলোড সাইট তৈরি করতে গেলে হোস্টিংয়ের প্রয়োজন পড়ে তাই আপনারা ফ্রি হোস্ট অথবা পেইড হোস্ট ব্যবহার করতে পারেন।

তবে আমি এখনকার জন্য আপনাদেরকে পরামর্শ দিব যে, আপনারা এখন ফ্রি হোস্ট ব্যবহার করবেন কারণ এটা শুধু চর্চা করার জন্য কিন্তু পরে আপনি যখন ভাববেন যে আমি হোস্ট কিনে ডাউনলোড সাইট তৈরি করে সেখানে গান, সিনেমা ইত্যাদি আপলোড করে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসিয়ে আয় করবো তখন পেইড হোস্ট ব্যবহার করতে পারেন।

তো ফ্রি হোস্টে সাইট তৈরি করতে গেলে আমাদেরকেbyethost.com ব্যবহার করতে হবে।

তো byethost.com এ যান। তারপরে Signup For Free Hosting এখানে ক্লিক করুন।

Sub Domain Name: এখানে সাইটের Name টি দিন।
Your Password: এখানে পাসওয়ার্ড দিবেন। বিঃদ্রঃ এটা Cpanel এর পাসওয়ার্ড।

Your Email: এখানে আপনার Email দিবেন, যেই ইমেইল দিয়ে হোস্ট অ্যাক্টিভ করবেন।
Site Category: তে Software/Download Select করবেন যেহেতু আমরা ডাউনলোড সাইট তৈরি করবো।

Site Language: English Select করবেন।
Security Code: টি Enter Code এ বসিয়ে দিন।

Register এ ক্লিক করুন।

Register এ ক্লিক করার পর এই পেজটি আসবে।

তারপরে Gmail.com এ চলে যান এবং দেখবেন নিচের মত একটি স্ক্রিনশট চলে আসছে ঐটাতে ক্লিক করুন।

তারপরে এইরকম একটি পেজ আসবে। তখন নিচের লিংক টাতে ক্লিক করুন

তারপলে এইরকম পেজ চলে আসবে এখানে ইউজারনেমটি মনে রাখুন।

আজকে এ পর্যন্তই। ততক্ষনে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন। আল্লাহ হাফেজ।

8 thoughts on "জাভা দিয়ে তৈরি করুন PHP ডাউনলোড সাইট part 1"

    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      Thanks.
  1. STI Lover Author says:
    Chora admin der group er kothay post koren.
    Agula sobai jane.
    Ar apnar ai post (php site make 1st part) related aro onek post ache.
    Apni 1st part er link diye 2nd part theke shuru korte parten.
    1st part na korle o hoto.
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      আমি যদি অন্য পোস্টের লিংক দিই তাহলে আমার বাকি পোস্ট গুলোর সাথে মিল খাবে না। তাই আমি ১ম থেকে শুরু করলাম।
  2. STI Lover Author says:
    Ar ki bolbo,
    kichu na bujei gd,nc bola akhon amader habit hoye gache.
  3. Mr 360° Contributor says:
    Mobileneeds,ga to s m nahid ar site ..oi site ar script koi paben
  4. ww3w Contributor says:
    ey host gulo to besi somoy thake na

Leave a Reply