টেলকো অপারেটর
রবি’র গ্রাহকরা
বিনামূল্যে ব্রাউজ
করতে পারবেন
এখানেই ডটকমের
ওয়েবসাইট। গত ১৭ ডিসেম্বর থেকে এই
উদ্যোগটি কার্যকর
করা হয়েছে। সেবাটি
নিয়ে সম্প্রতি
অনলাইন ক্লাসিফায়েড
ওয়েবসাইট এখানেই ডটকম ও রবি আজিয়াটা
লিমিটেডের মধ্যে এক
চুক্তি স্বাক্ষরিত
হয়েছে।

চুক্তিপত্রে রবি
আজিয়াটা লিমিটেডের
পক্ষে প্রতিষ্ঠানটির
বিজনেস অপারেশনের
এক্সিকিউটিভ ভাইস
প্রেসিডেন্ট জ্যঁ মিচেল আর্নাড শান্যুট
ও এখানেই ডটকমের
পক্ষে প্রতিষ্ঠানটির
প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও)
শৈলেন্দ্র নাথান সই করেন।

এ ব্যাপারে শৈলেন্দ্র
নাথান জানান,
ইন্টারনেটের মাধ্যমে
সমাজ প্রগতির দিকে
এগোচ্ছে। এসময়
অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইটে নিরাপদে
বেচাকেনা নিশ্চিত

করতে রবি গ্রাহকদের
জন্য বিনামূল্যে এ
সেবা দেয়ার প্রয়াস
নেয়া হলো।

কম্পিউটার এক্সপার্ট ও পিসি গেমার ভাইয়েরা এই গ্রুপ টায় জয়েন করুন। দাওয়াত রৈলো।

3 thoughts on "রবি গ্রাহকদের জন্য এখানেই ডটকম ব্রাউজিং ফ্রি!"

  1. mixtrick Contributor says:
    mixtrick. in

Leave a Reply