আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন। আসা করি অবস্যই ভালো আছেন
ট্রিকবিডিতে আমার সর্বোপ্রথম পোস্ট হলো এটা।তাই কোনো ভুল হলে তা সংশোধন করার জন্য বলবেন। রবিতে ফ্রী ফেসবোক চালানো যাচ্চে।সাথে ছবি ও ভিডিও দেখা যাচ্চে।প্রতিদিন ৩০ মেগাবাইট করে দেওয়া হয়।
এটা হয়ত অনেকেই জানেন।
কিন্তু আমি আজকে আপনাদেরকে শেখাবো, কিভাবে তা আনলিমিটেড করি যায়।
আগেই দেখুন,আমার মোবাইলে কোনো মেগাবাইট নাই

প্রথমে আপনার মোবাইলের ডিল্পফ ব্রাউজারে প্রবেশ করুন।

তারপর [url]free.facebook.com[/url] দিয়ে প্রবেশ করুন।

এবার একটা নতুন ফেসবোক আইডি খুলুন।

[বি.দ্রঃপুরোনো আইডি দিয়ে হবে না]

সঠিক ভাবে একাউন্ট তৈরি করে দেখুন-উপরে লিখা আছে (প্রতিদিন বিনামূলে ৩০ mb ফেইসবোক)

তারপরে দেখুন আপনার মোবাইলে একটা মেসেজ আসছে।মানে ৩০ mb একটিব হয়ে গেছে।
এইবার free কেটে m লেখুন।
মানে [url]m.facebook.com[/url]এ ডুকুন।

এবার যে ভিডিওটি দেখবেন তাতে ক্লিক করুন।

এবার দেখুন ভিডিও প্লে হয়ে গেছে।

এভাবে ৩০ mb শেষ করুন।
তারপর আপনার ব্রাউজারটি Clear Data দিন।
তার পর আবার free.facebook.com এ আপনার বানানো নতুন আইডিটা দিয়ে লগইন করুন।
এইবারও free লেখাটিকে কেটে m লিখে প্রবেশ করুন।
দেখুন! আবারও ফ্রী হয়ে গেছে।
এভাবেই ইচ্ছামতো ফ্রীতে ফেইসবোক চালান।
পোস্ট টা লিখতে পাক্কা এক ঘন্টা ১৩ মিনিট লাগছে।
তাই ভালো কমেন্ট আসা করছি।
আমার পরের পোস্টা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে।
সবাই সুস্থ থাকুন ভালো এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

Leave a Reply