রবি টিভি হলো সরাসরি আপনার মোবাইলে টিভি এবং
চাহিদানুযায়ী ভিডিও (VOD) নিয়ে গঠিত। আপনি ৩০ টির
ও বেশী সরাসরি টিভি ও VOD চ্যানেল আমাদের
তালিকা থেকে বেছে নিতে পারবেন। এখন আপনি
আপনার প্রিয় স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যানেল
দেখতে পারবেন আপনার মোবাইলে
যেকোনো সময়ে, যেকোনো জায়গায়। এই
চ্যানেল তালিকা বড় হতে থাকবে এবং আপনার জন্য
সবসময় নতুন কিছু থাকবে রবি টিভিতে আবিষ্কার করার
জন্য। এছাড়া, আপনি সর্বশেষ এবং জনপ্রিয় পুরানো
পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবং নাটক যে কোন সময়
উপভোগ করতে পারেন। 🙂

১। কিভাবে ব্যবহার করবেন?
ক) অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে

১ম ধাপঃ

এখান থেকে রবি টিভি অ্যান্ড্রয়েড অ্যাপটি

ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল
করে নিন।

২য় ধাপঃ

– অ্যান্ড্রয়েড অ্যাপটি ওপেন করুন এবং শর্তাবলী
গ্রহন করুন হোম পেজ দেখার জন্য।
– সেটিংস্ এ গিয়ে আপনার পছন্দের প্যাক টি
বেছে
সাবস্ক্রাইব করুন।

খ) মোবাইল সাইট দিয়ে

১ম ধাপঃ

আপনার ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন
http://tv.robizone.mobi রবি টিভির হোমপেজে
পৌঁছানোর জন্য।
২য় ধাপঃ যেকোনো টিভি চ্যানেলে ক্লিক করুন
দেখা শুরু করার জন্য। দেখতে পাওয়ার আগে
আপনাকে একটি উপযুক্ত প্যাকে সাবস্ক্রাইব করার
জন্য অনুরোধ করা হবে।

গ)কিভাবে রবি টিভি লিংক পাবেন?
অ্যাক্সেস চ্যানেল প্রক্রিয়া
এসএমএস টাইপ করুন START TV এবং পাঠিয়ে দিন
২১২০১ নম্বরে

ইউএসএসডি ডায়াল করুন *১৪০*৭*৮*১#

২। কিভাবে প্যাক কিনতে হয়

ক) অ্যান্ড্রয়েড অ্যাপঃ Settings > Packages >
Select pack

খ) মোবাইল সাইটঃ সাইটের একদম নিচে ক্লিক
করু
Packs > Select pack

অাশা করি সবাই টিউন বুঝতে পারছেন! 🙂
কোন সমস্যা হলে কমেন্ট বক্সতো আছেই।।

Leave a Reply