রবি বুস্টার অফারের
মাধ্যমে রবি’র প্রি-
পেইড গ্রাহকেরা
(উদ্যোক্তা, এসএমই
এবং ইজিলোড
ব্যতিত) রিচার্জ
করলেই পাবেন টক-
টাইম, ইন্টারনেট
এবং এসএমএস-এর উপর
তিনগুন বা চারগুন
লাভ।
মূল একাউন্টে
রিচার্জের কোন
পরিমান যোগ
হবেনা। পুরো
রিচার্জ গুন হয়ে
প্রাপ্ত মূল্য আলাদা
একাউন্টে চলে
যাবে। এই প্রাপ্ত
মূল্যের পরিমান
চেক করতে ডায়াল
*২২২*৪#
অফারটি পেতে করণীয়
– এই অফারটি
উপভোগ করতে
গ্রাহককে একটি
বিশেষ প্যাকেজে
মাইগ্রেট করতে
হবে। মাইগ্রেট
করতে ডায়াল করুন
*৮৯৯৯*৪#
– এই প্যাকেজের মূল
কলরেট:
> রবি-রবি
কলরেট: ১৮ পয়সা/১০
সেকেন্ড
> রবি-অন্য
অপারেটর: ১৮
পয়সা/১০ সেকেন্ড

বিস্তারিত অফার
[bg=red]রিচার্জ ☞ ৳২৪
গুণক☞ ৩ গুন
প্রাপ্ত মূল্য ☞ ৳৭২
মেয়াদ ☞ ৩ দিন[/bg]

– গ্রাহককে অবশ্যই

৳২৪ বা ৳৪৪ রিচার্জ
করতে হবে
– গ্রাহক তার
পচ্ছন্দমতো প্রাপ্ত
মূল্য শুধুমাত্র কল,
ইন্টারনেট ও
এসএমএস-এর ক্ষেত্রে
ব্যবহার করতে
পারবেন অথবা
চাইলে নিজের
পছন্দমতো সব
মাধ্যমেই ব্যবহার
করতে পারবেন।
(প্রাপ্ত মূল্যমানের
সীমার মধ্যে)
– নিম্ন-লিখিত রেট
(কলরেট, ইন্টারনেট
রেট ও এসএমএস রেট)
প্রাপ্ত মূল্যের জন্য
প্রযোজ্য-
> রবি-রবিঃ
১টাকা/মিনিট
> ইন্টারনেটঃ
১টাকা/এমবি
> এসএমএসঃ
১টাকা/ ১০এসএমএস
– রবি থেকে অন্য
অপারেটরে কল,
এসএমএস অথবা
অন্যান্য সুবিধা এই
অফারে প্রযোজ্য নয়।
এর জন্য প্যাকেজের
মূল রেট প্রযোজ্য
হবে
অন্যান্য শর্তাবলী
– অফারের মেয়াদ
শেষ হয়ে গেলে
অথবা মেয়াদের
মধ্যে প্রাপ্ত মূল্য
শেষ হয়ে গেলে
গ্রাহক মূল-রেটে
ফিরে যাবেন
– গ্রাহক একই সময়ে
কেবল একটি বুস্টার
অফার-এ উপভোগ
করতে পারবেন।
যেমনঃ কেউ যদি
৳২৪ রিচার্জ করে এই
অফার নেয় এবং
পরবর্তীতে পূর্বের
মেয়াদ
থাকাকালীন যদি
৳৪৪ রিচার্জ করে
তাহলে তিনি
৪৪টাকার সুবিধা
উপভোগ করতে
পারবে না
– প্রাপ্ত মূল্য
ব্যালান্স
ট্রান্সফার-এর
মাধ্যমে ট্রান্সফার
করা যাবেনা
– এই প্যাকেজ
থেকে মাইগ্রেট
করতে, গ্রাহককে
তার পছন্দের
মাইগ্রেশন কোড
ব্যবহার করতে হবে।
গ্রাহক চাইলে
আবার এই
প্যাকেজে ফেরত
আসতে পারবেন
– গ্রাহক মাইগ্রেট
করে প্যাকেজ
বদলে ফেললে এই
অফার আর উপভোগ
করতে পারবে না।
যদি মেয়াদ শেষ
হওয়ার পূর্বে
মাইগ্রেশন করা হয়ে
থাকে, তাহলে নতুন
প্যাকেজ গ্রাহক
পূর্বের অফার
মেয়াদ উত্তীর্ণ
হওয়া পর্যন্ত উপভোগ
করতে পারবেন
– সকল রেট-এ ভ্যাট ও
সম্পুরক শুল্ক প্রযোজ্য

Leave a Reply