পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিলাম. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে।
তাহলে আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করি। কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। আপনারা হয়তো অনেকেই YouTube এ কাজ করেন, অনেক ভাল ভাল প্রফেশনাল মানের ভিডিও আপলোড করেন। কিন্তু দেখা গেলো ভালো View হচ্ছে না। তার কারন আপনার ভিডিও টি ভালো করে এসইও করা হয় নাই।
তাই কি করে সঠিক ভাবে YouTube ভিডিও SEO করতে পারবেন। তার জন্য আমি ১টি টিউটিরিয়াল নিয়ে আসলাম।
টিউটিরিয়াল টি যেন আপনারা ভাল ভাবে বোঝতে পারেন তাই ভিডিও আকারে নিয়ে আসলাম ভিডিও টি দেখতে
বুঝতে যদি কোন সমস্যা হয় তা হলে Comment করবেন।
আমার ছোট TuneBD24.com টা একবার ঘুরে আসবেন...
baje comment na korle vlo lge na
যদি ভালো লাগে তাহলে ট্রেইনার করে দিয়েন, আর যদি ভালো না লাগে তাহলে দায় করে মেসেজ করে জানাবে।
অনেক আশা নিয়ে পোস্ট গুলো করছি..
যদি পারেন তাহলে ট্রেইনার কইরেন…!