আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনা
করবো অন পেজ এস ই ও নিয়ে। এক ঝলকে দেখে নিন অন
পেজ এস ই ও বা অপটিমাইজেশন আসলে কোন কোন বিষয়
নিয়ে গঠিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজের কথায়
ফিরে যাই।
1. SILOS
সাইটকে সুন্দর ভাবে সাজানো ও ভিজিটর ফ্রেন্ডলী করা
অর্থাৎ একজন ভিজিটর যেন খুব সহজেই আপনার সাইটে এস
সকল তথ্য খুজে পায় এবং একটি টিউনের সাথে অন্য
টিউনের সম্পর্ক স্থাপনই হলে সিলোসের কাজ।
2. Site Performance
ভালো মানের হোষ্টিং ব্যবহার করতে হবে। সেই সাথে
আপনার সাইটে ভালো থিম ইউজ করতে হবে। তাহলে
সাইটের লোডিং স্পিড ভালো থাকবে। ভিজিটর বিরক্ত
হবে না। সাইটে নিয়মিত কনটেন্ট আপলোড করে
ভিজিটরের সাথে সব সময় যুক্ত থাকাটাও এর অংশ।
3. Title Tag for links
একজন ভিজিটর হিসেবে নিজেকে কল্পনা করুন। আপনি যে
টিউনে ক্লিক করে ঢুকছেন সেটিতে কেন ঢুকলেন? কারন
তার টাইটেল আকর্ষনিয় ও ছবিটা ভালো। যেখানে ক্লিক
না করে পারেননি। তার মানে এই, আপনার টিউনের
টাইটেল অবশ্যই দারুন হতে হবে। যা দেখে যে কেউ বাকি
টিউন পরতে আগ্রহ পায়।
4. Canonical URLs
এটা আসলে লিখে বোঝানো সম্ভব না। এ নিয়ে
টিউটোরিয়াল দিবো। তবুও বলছি। আপনি নিজে যেভাবে
বোঝেন, গুগল কিন্তু তা সেভাবে বোঝে না, কারন সে তো
একটি প্রগ্রাম বা রোবোট। যেমন ধরেন, https://
somaibd.com ও https://somaibd.com। আপনার
দৃষ্টিতে দুটি সাইট আসলে একই। কিন্তু গুগলের কাছে
আলাদা। যদি আপনি গুগলকে না বুঝিয়ে দেন যে কোনটা
আসলে আপনার সাইট তাহলে গুগল এক সাইট অন্য সাইটের
ডুপলিকেট ধরে প্লান্টি দিয়ে আপনার সাইটকে বাতিল
করে দেবে।সুতরাং এই বিষয়টা জানা ও গুগলকে বুঝিয়ে
দেয়াটা খুব জরুরী।
5. Internal Link Anchor Text
একটি টিউনের সাথে অন্য টিউনের সম্পর্ক স্থাপন করাকে
ইন্টারনাল লিংক বলে। আবার অ্যাংকর টেক্সট হলো
নিজের সাইটের টিউন বা অন্য কোন সাইটের সাথে সম্পর্ক
স্থাপন করা।
6. Site Map
কোন কোন বিষয় গুগল বা সার্চ ইঞ্জিন আপনার সাইট
থেকে ক্রল করবে বা তার ডাটাবেজে সংরক্ষন করবে
সেটি গুগলকে দেখিয়ে দেয়াই সাইট ম্যাপের কাজ।
7. 303/404 Errors
একটা টিউটোরিয়ালে এই নিয়ে কথা হবে। সংক্ষেপে
বলি, ভিজিটর যখন লিংকে ক্লিক করে আপনার সাইটে
এসে টিউন খুজে পাবে না। মানে আপনি আগেই ডিলিট
করে দিয়েছেন, বা ভুল লিংক দিয়েছেন তখন কেউ আপনার
সাইট ভিজিট করলে ইরোর দেখাবে। মুলত বিষয়টা এটিই।
একটি সাইট সব সময় ইরোর ফ্রি রাখতে হয়।
8. Roborts.txt
গুগল যেভাবে আপনার সাইট থেকে ডাটা কালেক্ট করে
বা সংযোগ স্থাপন করে।সে বিষয়গুলা দেখিয়ে দেয়াই এর
কাজ।
9. Keyword Density
আপনি যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করেন সেটি টিউনের
ভিতর সর্বচ্চ ১.৮% ব্যবহার করতে পারবেন। একটি টিউনে
কতবার কিওয়ার্ড.ব্যবহার করলেন তার পরিমানকেই
কিওয়ার্ড ডেনসিটি বলে।
10. Meta Tags
গুগলে সার্চ দিলে টাইটেলের পরে যে লাইন গুলা দেখা
যায় সেগুলা আগে থেকেই মেনে চলতে হবে। মানে, এমন
লেখা ব্যবহার করতে হবে, যাতে ভিজিটর আপনার সেই
অল্প লেখা পড়েই বাকি লেখা পড়ার আগ্রহ পায়।

23 thoughts on "SEO শিখুন আর নিজের সাইটে ভিজিটর নিজেই বাড়িয়ে নিন।"

  1. Nh Nirob Contributor says:
    ঐ বেটা বাটপার।।।
  2. Avatar photo Devil_King Contributor says:
    ki re batpar??? post kora bondho kor..ar gu kha ..brain wash hobe….manus thokanor jonno ???
    1. Avatar photo farabi Author says:
      বুঝছি!!! আইডি বাদ দেয়া ছাড়া তোর পোষ্ট বন্ধ হবে না!!
  3. Nh Nirob Contributor says:
    বাটপার,, আজকে পোস্ট এর নিচে কোনো লিংক দিছে না
  4. Avatar photo RE ROFIQUL Contributor says:
    ei batpar taw abr copy post kore
  5. Joybiswas389 Contributor says:
    ore ore batpar….?
  6. Avatar photo Mahedi Hasan Khoka Contributor says:
    Many many congrats for being contributor
  7. Muzahid islam Author says:
    ওই কেউ আমারে মাইরা আলা। বাংলালিংক ফ্রি নেট off off off
  8. Muzahid islam Author says:
    eroors তুই তো আসলেই eroors
  9. Muzahid islam Author says:
    errors তুই তো আসলেই errors
  10. Avatar photo Errors Subscriber Post Creator says:
    যে সকল contributor রা ট্রিকবিডি তে আমার মত
    পোস্ট করতে পারছেন না তারা এইখানে পোস্ট
    করুন।somaibd.com
    রেজিস্ট্রেশন করলেই author
    1. Avatar photo HÃÇKËR KÎÑG Author says:
      oy kottar bassa tore dekhmu bolcina..dekh toy geli
    2. Avatar photo Mahedi Hasan Khoka Contributor says:
      Apnar ei id tao jabe.. Mr. Droidbd
    3. M.Rubel24 Contributor says:
      আমার থিম চালাছ
    4. Avatar photo legend.leader Author says:
      somaibd..ha ha
  11. Avatar photo Salim Ahmad Contributor says:
    ২ টা লিং তো একই
  12. shohag654 Contributor says:
    অামি বুঝতেছি না,এত কিছুর পর ও errors পোস্ট করে কিভাবে??? Trickbd এর এডমিন ঘুমাই নাকি???
    নাকি সে ও errors এর সাথে জড়িত!!!
  13. Joybiswas389 Contributor says:
    ব্যাপক মজা পাইলাম!!!
    Errors এর demotion
    Author থেকে Contributor…. Contributor থেকে Subscriber???
  14. Avatar photo Syfur Contributor says:
    Plopi vai ami Author hote chai. Kivabe hobo? Plz fb id ta dao

Leave a Reply