আসসালামু আলাইকুম।কেমন আছো সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।আজকের টপিক কিভাবে আপনার wapkiz,wapkuz,wapku,wapelf,wapka সাইটে sitemap সেট করে google এ seo করবেন।

Sitemap কি ও কেন ব্যবহার করবেন?

#শুরুতেই বলে নিচ্ছি এই পোস্টটি শুধুমাত্র আমার মত নতুন এবং অনবিজ্ঞদের জন্য।
আমরা অনেকেই সাইটম্যাপ সম্পর্কে জানি। বিশেষ করে যারা ওয়েব জগৎতে আছেন। তবে অধিকাংশ নতুনরা এটা সম্পর্কে তেমন বিস্তারিত হয়তো জানেন না।যদি অভিজ্ঞদের ভাষায় বলতে যাই তবে
সাইটম্যাপ একটি XML ফাইল যাতে
কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক
আরোও কিছু তথ্যসহ থাকে।যার ফলে
সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবংকার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয়
ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে।
অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি
কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট

হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের
তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে
পারে।আর সহজে বুঝে নিতে গেলে ভাবুন এটা হচ্ছে আপনার সাইটের মানচিত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো সহজে আপনার সাইটের বিভিন্ন বিষয়গুলো খুজে দেখতে পারবে। ঠিক sitemap ও হচ্ছে এমন একটি জিনিস।আপনি যখন সাইট খোলেন তখন এটি গুগলের কাছে অপরিচিত থাকে। কিন্তু যখন আপনি গুগলের কাছে আপনার সাইটের একটি মানচিত্র বা sitemap জমা দিবেন তখন গুগল আস্তে আস্তে আপনার সাইটকে ভালোভাবে চেনা শুরু করবে। এবং আপনার সাইটের ইনডেক্স বাড়বে, সার্চ ইজ্ঞিনে ভালো রেঙ্কিং পেতে শুরু করবে।এটাই আমার জানা সহজ ভাষায় সাইটম্যাপ।যখন আমি আমার সাইট বানালাম তার চারবছর পর modhax.ml এই নামে সার্চ দিয়ে গুগলে পাইনি।আজ sitemap সেট করার পর গুগলে আমার সাইটের সব পেজ সো করছে।

নিচে screenshot দেখে কাজ করুন

  • প্রথমে আপনার সাইটের panel এ যান।
  • এরপর sitemap এ ক্লিক করুন।নিচের মত পেজ আসবে।নিচের বক্সে ডাউনলোড করা কোডটি past করে দিন।modhax.ml এর জায়গাই আপনার সাইটের নাম দিন।

    টিকবিডিতে কোড সো করে না,তাই নিচের থেকে কোডটি ডাউনলোড করে নিন

    Download Code

  • 15 thoughts on "সাইটমাপ কি, কেন ও কিভাবে ব্যবহার করবেন?"

    1. Mahbub Subscriber says:
      ????? ????????
      1. Piprar Doctor (Shahin) Author Post Creator says:
        ????
    2. Sujonmax Contributor says:
      🙁 ভালো লাগলো
      1. Piprar Doctor (Shahin) Author Post Creator says:
        ??
    3. kartiek Contributor says:
      আমায় বেশ কিছুদিন হলো একজন বেশ কয়েকটা নাম্বার দিয়ে কল করে ম্যাসেজ দিয়ে গালাগালি করছে। আমি তার নাম্বার গুলো ব্ল্যাক লিস্টে রাখছি তারপর ও কল করছে। কল ব্লকড লিখা আসছে কল লিস্টে এটা সমস্যা না সমস্যাটা হলো আমাই বাজে ভাষাই গালাগালি লিখে ম্যাসেজ করছে আমি কোন উত্তর দিই না।
      এমন কোন এপপ বা সিস্টেম আাছে কি যাতে ঔ নাম্বার থেকে কোন দিন ও আমায় কল বা ম্যাসেজ করতে পারবে না।আর করতে পারলেও যেন আমার মোবাইলে কোন নটিফিকেশন আাসে না।কেও এমন কোন এপপ এর ব্যাপারে জানলে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
      1. Piprar Doctor (Shahin) Author Post Creator says:
        blacklist.apk use koren.oi number list a rakle ar konodin call ba message dite parbe na
      2. kartiek Contributor says:
        আমার কিন্তু মোবাইল ব্লক করা আছে তারপর ও ম্যাসেজ আসে
      1. Piprar Doctor (Shahin) Author Post Creator says:
        ধন্যবাদ
    4. Jibon Roy Author says:
      wordpress e ki ata hbe
      1. Piprar Doctor (Shahin) Author Post Creator says:
        wordpress এর সাইটমাপ যদিও এরকম, তবে এ কোড প্রযোজ্য না
      2. Jibon Roy Author says:
        tahole kivabe pabo
    5. AmarHD.Net Contributor says:
      Thanks bro.

    Leave a Reply