আস-সালামু ‘আলায়কুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে Description-এর মাধ্যমে আপনার YouTube Video-কে SEO করার উপায় নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোকপাত করা যাক।
আপনার YouTube-কে SEO করার অন্যতম বিশেষ অস্ত্র হচ্ছে Description। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা অনেকেই ২-৪ বাক্য রেখে Description ছেড়ে দিয় কিংবা অনেকে ফাঁকাও রেখে দিই। এটা আসলে নিজের গুড়ে নিজেই বালি ঢাকার মতো অবস্থা। কাজেই, আজকের পোস্টটা থেকে মূল্যবান উপায়গুলো জেনে নিন আর মেনে চলার চেষ্টা করুন। এর ফলটাও আপনি কয়েক মাসেই টের পাবেন।

 

Description বড় করুন

YouTube যেখানে পুরোপুরি ৫০০০ টা Character আপনাকে লিখার জন্য দিয়েছে সেখানে ২-৪ লাইন লিখে ছেড়ে দেওয়া বোকামি ছাড়া কিছু না। কাজেই যেভাবেই পারেন Description বড় করুন। বড় Description SEO-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

Description-এ Keyword রাখুন

৫০০০ Character-এর মধ্যে যত বেশি পারেন Keyword রাখার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, তাহলে প্রথম ১০০০ Character-এর মধ্যেই বেশিসংখ্যক করে রাখুন। এটা আপনার Video-র Ranking-এ ত্বরান্বিত করবে। আপনি চাইলে একাধিক Keyword-ও রাখতে পারেন। তবে Keyword একটা দেন বা একাধিক, সেটা/সেগুলোকে লিখার মধ্যে বারবার আনার চেষ্টা করুন। ভালো Keyword খোঁজার জন্য আপনি Ahrefs-এর YouTube Keyword Tool ব্যবহার করতে পারেন।

 

আপনার অন্যান্য Video-র Link Add করুন

আপনার Description-এ আপনার চ্যানেলের অন্যান্য Video -র Backlink দিন। সাথে ছোট করে এমন কিছু লিখে দিবেন যাতে করে Viewer আকৃষ্ট হয়ে আপনার অন্য Video-তে ক্লিক করে। এটা আপনার View বাড়াতে সহায়ক হবে।

 

Description-এ Tag Add করুন

Video-তে Tagging করার পাশাপাশি Tag-গুলোকে Description-এও Add করে দিন। আপনি চাইলে Description-এর শেষের দিকে Tag নামে একটা Heading দিয়ে নিচে Tag-গুলো Add করে দিতে পারেন। এটা SEO-র ক্ষেত্রে আরো বেশি কার্যকর হবে।

 

Hashtag Add করুন

আপনার চ্যানেলের নাম অনুযায়ী অথবা যেকোনোভাবে একটা Unique Hashtag আপনার প্রত্যেকটা Video-র Description-এ দিন, যেই Hastag টা YouTube-এ শুধু আপনার ভিডিওগুলোতেই পাওয়া যাবে। এতে করে কেউ যখন সেই Hastag-এ ক্লিক করবে, তার সামনে আপনার ভিডিওগুলো চলে আসবে। বিষয়টা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার Channel-এর নাম TrickBD। আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলের প্রতিটা Video-র Description-এ #TrickBD লিখে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার চ্যানেলের নামে দুনিয়াতে তো অনেক চ্যানেলই থাকতে পারে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে নামের সাথে আরো কিছু লাগিয়ে দিবেন। আমি নিচের ডেমোতে একাধিক আইডিয়া দিয়ে দিলাম।

 

ছোটখাটো একটা ডেমো দেখে নিন

(*Bold করা Word-গুলো Keyword)

The video tutorial is on how to enjoy gp free net. Enjoying gp free net has never been so easy! You can enjoy gp free net for a certain time by this method. So, hurry up and grab gp free net quickly.











 
Banglalink Free Net Trick:

https://youtu.be/bFnT
 
Airtel Free Net 2021 Latest Method:

https://youtu.be/aFnTl
 
 

Tags:
gp free net, gp free internet, free net for gp, gp free internet offer, gp free net 2021, how to get free mb in gp, gp unlimited internet, gp unlimited mb, gp free net by vpn, droidvpn free net, gp free net droidvpn, how to get gp free net,
 
 
#trickbd

#check_out_more_from_trickbd

#all_videos_from_trickbd

#get_more_from_trickbd

#trickbd_all_videos

YouTube Channel Rank করার পুরো পোষ্টটি আমি আমার ব্লগে Share করেছি। চাইলে এখানে ক্লিক করে পড়ে আসতে পারেন।

আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। আস-সালামু ‘আলায়কুম।

2 thoughts on "Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায়"

  1. S Contributor says:
    Valo post
    1. Anwarul Azim Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply