২০২০ সালের দাখিল পরীক্ষা ১ ফেব্রুয়ারীর পরিবর্তে ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য

★ প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

★ বহুনির্বাচনী পরীক্ষায় জন্য 30 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 2.30 মিনিট সহ মোট 3 ঘন্টা বরাদ্দ থাকবে ।

★ বহুনির্বাচনী পরীক্ষা ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবে না ।

★ পরীক্ষার্থীগন সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন । কিন্ত কোন ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না ।

★ ব্যবহারিক সমন্বিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে ।

★ পরীক্ষার হলে কোন ধরনের কোন মোবাইল বা অন্য কোন ডিভাইজ ব্যবহার করা যবে না ।

সকল ছোট ভাই বোন দের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ

14 thoughts on "২০২০ সালের দাখিল পরিক্ষার নতুন রুটিন দেখেন বা ডাউনলোড করে নিন।"

  1. Chowdhuri24 Contributor says:
    Ak post koy jon kora lagbe vai……
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      post ta kiser ta ektu valo kore dekhen
  2. Sanot Kumar Roy Contributor says:
    এসএসসি (ভোকেশনাল) ছাত্র – ছাত্রীদের রুটিন দিন
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ???

Leave a Reply