আসসালামু আলাইকুম !

আজকে আমরা জানবো যে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে মানুষকে শাসন করা হয় !

Technocracy এর অর্থ হলো প্রযুক্তি দিয়ে শাসন !

আমরা সবাই প্রযুক্তির ভালো অংশের সাথে পরিচিত যেখানে প্রযুক্তি আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করছে !

তবে এটার একটা অন্ধকার ও গভীর অংশ আছে যেটা আমাদের জন্য ক্ষতিকর !

যে অংশের সাথে আমরা অনেকেই পরিচিত না !
আজকে আমরা সেই অন্ধকার ও মন্দ অংশের সাথে পরিচিত হবো যেটা আমাদের জন্য হুমকি !
আমরা অনেকেই সাইন্স ফিকশন এর সাথে পরিচিত যেখানে terminator এর মতো রোবট এসে সবাইকে মেরে ফেলে বা একটা সুপার কম্পিউটার বা AI থাকে যে সবাইকে শাসন করে !

কিংবা transhuman যেখানে শরীরে হাতপার পাশাপাশি মেশিন থাকে বা  ব্রেইনে চিপ বসানো থাকে !
আমরা এখনো সেই পর্যায়ে যাই নি !
তবে সাইন্স ফিকশন এর  অনেক কিছুই আমাদের জগতে চলে এসেছে !

আজকে কিছু এমন কিছু ধারনার সাথে পরিচিত হবো যেটা পৃথিবীর কিছু মানুষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের জানা বা অজান্তেই !

প্রথমে
CBDC: central bank digital currency

যেটা সবার জন্য বাধ্যতামুলক হবে !
যেখানে আপনি কোথায় কেনাকাটা করলেন,লেনদেন করলেন সবকিছু  সরকারের অধীনে থাকবে এবং তারা ঠিক করে দিবে কতটুকু খরচ করতে পারবেন !

এটা খুবই ভয়ানক !

surveillance capitalism

এটা এমন একটা ধারনা যেখানে profit বা লাভের জন্য আপনার সব ডাটা তথ্য বিক্রি করা হয় ! আমরা সবাই জানি ইন্টারনেটের এই যুগে ডাটা বা তথ্যর কি পরিমান দাম !

একটা কথা আছে “when something is offered for free then you are the product”

আমরা যেসব social media ব্যবহার করি সেখানে সব তথ্য দিয়ে algorithm কে train করছি !

এবং আমাদের সব তথ্যগুলো advertiser দের জন্য কাজে লাগানো হয় !
প্রত্যক like,comment,reaction,video watch এসব দিয়ে সেই algorithm  আপনার একটা virtual personality তৈরী করে যেটাকে কোন ধরনের ad দেখাতে হবে সেটা ঠিক করে !
আমরা প্রত্যকে একেকজন একটা data !

এজন্য আমাদের উচিত তুলনামুলক private messenger app ব্যবহার করা যারা আপনার তথ্য বিক্রি করার incentive কম !
যেমনঃ signal,telegram etc !

social credit system:

এটা হলো আপনার  ইন্টারনেট,কাজ,ব্যংকিং লেনদেন সবকিছুর উপর নিয়মিত নজরদারি করা হয় ! আপনি কি অনলাইনে অর্ডার করেন,কিভাবে লেনদেন করেন,internet এ সরকারের সমালোচনা করেন কিনা,আপনার খরচের অভ্যাস এসব তথ্যকে নিয়মিত নজরদারি করে আপনার একটা মান বা পয়েন্ট দেয়া হয় !

সেই অনুযায়ী আপনি কাজ না করলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন !

এবং সরকারের চাহিদা মোতাবেক আদর্শ নাগরিক হওয়া !

digital idঃ

এটা এমন একটা সিস্টেম যেখানে আপনার ব্যাপারে সব তথ্য এক জায়গায় ইলেকট্রনিক ভাবে জমা করা থাকে !
সরকারি ভাবে কোন সার্ভিস নিতে গেলে এটা দেখাতে হয় !
ফ্রান্স,জার্মানির সরকার এটা already বানিয়ে ফেলেছে !

এখন প্রশ্ন হলো আপাতদৃষ্টিতে এসব ধারনা খুব ভালো মনে হচ্ছে এগুলো কিভাবে ক্ষতিকর হতে পারে ?

এই উপরের পদ্ধতিগুলো আসলে আপনার নিজের গোপনীয়তা বা  privacy এর জন্য ক্ষতিকর !

এই ডাটাগুলো দিয়ে তারা তাদের মন্দ উদ্দশ্য বাস্তবায়ন করবে !

কেমন হবে যদি ফেসবুকে একটা কথা লেখার কারনে আপনার ব্যংক একাউন্ট freeze হয়ে যায় !

এবং কারন দর্শাতে বলা হয় !

অথবা বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যায় !

কিংবা চাকরি,অনলাইনে কেনাকাটা সব বন্ধ হয়ে যায় !

এই বাস্তবতা already china তে চলছে !

যদি সবার আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে এই জিনিসগুলো নিয়ে লিখবো

carbon footprint, rfid chips,brain chips,metaverse,cashless society,15 minute smart city,AI

ধন্যবাদ !
জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল



3 thoughts on "technocracy কি ? প্রযুক্তি যখন জীবনের জন্য হুমকি ?"

  1. MD FAYSAL Contributor says:
    মানুষ এক দিক দিয়ে তাদের স্বাধীনতা হারাবে।। প্রযুক্তি দিয়ে আমাদেরকে Control করবে।
  2. Zubaer Hasan Author Post Creator says:
    Incoming and already done
  3. Nayeem24 Author says:
    Awesome. waiting for the next post

Leave a Reply