Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আমরাতো সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। কিন্তুু দেশি ভালো মানের স্মার্টফোন কয়জনে ব্যবহার করি। সবাই তো বিদেশি সব ফোন ব্যবহার করে থাকি।

বর্তমানে এখন বাংলাদেশে অনেক কম দামে ভালো স্মাটফোন বেড় হযেছে।

বাংলাদেশি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন ‘আরএক্সসেভেন মিনি’ মডেলের নতুন স্মার্টফোন।

ওয়ালটন ‘আরএক্সসেভেন মিনি ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চির ১৯: ৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজল্যুশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল।??

আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গরিলা গ্লাস।

ফোনটির উভয় পাশে রয়েছে গ্লাস প্যানেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের ফোনটিতে ১০ ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্ট করবে।✅✅

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফোনটিতে ব্যবহার হয়েছে ১.৮ গিগাহার্টজ গতির করটেক্স-এ ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর।

সঙ্গে রয়েছে ৩ জিবি এলপিডিডিআর৪ এক্স র‍্যাম এবং মালি-জি ৭২ এমপি ৩ গ্রাফিকস।

??ফোনটিতে ৩২ গিগাবাইটের মেমোরি (ইন্টারনাল স্টোরেজ) রয়েছে।??

??এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির অটোফোকাস এফ ২.০ অ্যাপারচারসমৃদ্ধ ডুয়েল ক্যামেরা। ৫পি লেন্সসমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা আছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।??

দেশে তৈরি স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোনটির দাম ৮ হাজার ৭৯৯ টাকা। তবে আগাম ফরমাশে এক হাজার টাকা ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অফলাইনের পাশাপাশি ই–প্লাজা ডট ওয়ালটনবিডি থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে??

বাংলাদেশি স্মার্টফোন ও আস্তে আস্তে উন্নতি করেছে। ওয়ালটন ‘আরএক্সসেভেন মিনি স্মার্টফোনটিতে অনেক নতুন ফিচার বেস্ট যুক্ত করেছে।

বর্তমানে স্মার্টফোনের অনেক জন প্রিয়। স্মার্টফোনকে ছোট কম্পিউটার হিসেবে ধরা যার।মোটামুটি সকল কাজ স্মার্টফোন দিয়েই করা যার।

বিঃদ্রঃ এই নিউজটি প্রথমে অনলাইনে প্রকাশিত হয়। ট্রিকবিডি সকল মেম্বারদের জানানোর জন্য নিউজটি নিজের ভাষার লিখে প্রকাশ করা হয়েছে।

??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??

6 thoughts on "??নতুন মডেলের স্মার্টফোন ওয়ালটন ‘আরএক্সসেভেন মিনি অসাধারন সব ফিচার ??"

  1. Ripon Paul Contributor says:
    খারাপ না ?
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks ❤
  2. Hydar Khan Contributor says:
    কমের মধ্যে ভালই
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Hmmn
  3. Rohan Rafi Contributor says:
    PubG খেলার মত না মনেহয়
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      খেলতে পারবেন

Leave a Reply