Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আমরা তো সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। Honor View 20 এবং Honor 20 আপডেট দিয়েছে। অসাধারন ফিউচার রযেছে।

হনার তাদের Honor View 20 আর Honor 20 সিরিজের স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড 10 নির্ভর ম্যাজিক UI3.0 আপডেট দিয়েছে
আর এই আপডেট OTA র মাধ্যমে আসছে আর এর সাইজ 4.63GB

এই বছরের অক্টোবর মাসে হুয়াওয়ে তাদের Huawei Mate 20, Mate 20 Pro র জন্য মেটা 20X য়ের জন্য EMUI 10 আপডেট দিয়েছিল। আর এবার এই তালিকায় Huawei P30, আর Huawei P30 প্রো আছে। আর এবার কোম্পানি তাদের সাব ব্র্যান্ড হনারের হনার 20 সিরিজের জন্য অ্যান্ড্রয়েড 10 নির্ভর ম্যাজিক UI 3.0 র আপডেট দিচ্ছে। আর চিনের এই ব্র্যান্ড Honor View 20র জন্য এই আপডেট দিয়েছে।


কয়েকজন Honor 20 গ্রাহকরা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন যে তাদের স্মার্টফোনের ম্যাজিক UI 3.0 র আপডেট এসেছে। আর OTA র আপডেট বিল্ড নাম্বার 10.0.0.168 (C431E9R3P7)র সাইজ 4.63GB । আর এটি গ্রাহকদের হিকেয়ার অ্যাপের মাধ্যমে সিস্টেম আপডেট করার মাধ্যমে বিল্ড দেওয়া হচ্ছে। আর নতুন আপডেটে এমনি অ্যান্ড্রয়েড 10 য়ের সুবিধা দেওয়া হচ্ছে।

হনার VIEW 20 র স্পেসিফিকেশান আর ফিচার্স

Honor View 20 মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর ম্যাজিক UI 2.0 তে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ TFT LCD অল ভিউ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আর এই ফোনে এর সঙ্গে 6GB র‍্যাম আর 8GB র‍্যাম দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 128GB আর 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করা যায় না।

Honor View 20 ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা ফোন পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আছে একটি বড় 4000mAh য়ের ব্যাটারি।

HONOR VIEW 20 র দাম

Honor View 20 ফোনটিতে আপনারা দুটি আলদা আলাদা র‍্যাম আর স্টোরেজ অপশান আলাদা আলাদা দামে কিনতে পারবেন। এই ফোনের 6GB র‍্যামের দাম EUR 569  মানে প্রায় 46,100 টাকা করা হয়েছে। আর এই ফোনের 8GB র‍্যামের দাম EUR 649 মানে প্রায় 52,500  টাকা করা হয়েছে।

যে সব স্মার্টফোনে টপকেয়ারে এসবের মধ্যে এই ফোন গুলোও রয়েছে।

বিঃদ্রঃ এই নিউজটি প্রথমে অনলাইনে প্রকাশিত হয়। ট্রিকবিডি সকল মেম্বারদের জানানোর জন্য নিউজটি নিজের ভাষার লিখে প্রকাশ করা হয়েছে।

??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??

Leave a Reply