আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও একটা নতুন Post নিয়ে আমি হাজির হলাম। আমাদের নানা কাজ করতে গেলেই বিভিন্ন Icon-এর দরকার হয়-সেটা নিজের Computer-এর সৌন্দর্য বৃদ্ধি থেকে Office-এর Presentation পর্যন্ত। আর Business Card-এ তো Icon না হলে চলেই না। কিন্তু Internet-এ বেশিরভাগ Icon-ই টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে আমি অনেক কষ্ট করে Net ঘেঁটে ঘেঁটে আপনাদের জন্য মাত্র আটটা Site জোগাড় করতে পেরেছি যেগুলো Free তে Icon Download করতে দেয়। তবুও এর মধ্যে আবার দুই-তিনটা এমন Mixed Site আছে, যেগুলো কিছু কিছু Free তে আর কিছু কিছু টাকার বিনিময়ে দেয়। রাগ করবেন না, বুঝতেই পারছেন, Free তে আজকাল কোনো Website-ই তেমন কিছু একটা দিতে চায় না (TrickBD ব্যতীত)। নিচের link গুলো থেকে আপনারা Free তে Download করতে পারবেন-

 

Icons8

Icon-Icons

Find Icons

Flat Icon

Soft Icons

Share Icon

Icon Finder

Icon Archive

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

4 thoughts on "৮টি Website থেকে Free তে Icon Download করুন।"

    1. Azim Author Post Creator says:
      ?
  1. ?????? ?????? Author says:
    প্রতিটি সাইটের একটা করে স্ক্রীনশট অ্যাড করে দিলে ভালো দেখাতো ?
    1. Azim Author Post Creator says:
      ভালো Idea। But সেটা শুধু সৌন্দর্যই বাড়াতো, মানুষের নজর শুধু Link-এর দিকেই যাবে।

Leave a Reply