আমাদের প্রতিদিনেের জীবনে ফোন নম্বর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কাওকে ফোন করতে হলে অবশ্যই একটা ফোন নম্বর প্রয়োজন হয়। তাই প্রয়োজনের সময় যেন লোকটিকে ফোন করতে পারি বা আত্মীয়-স্বজন, কাছের মানুষদের ফোন নম্বর আমরা মোবাইলে অথবা সিম কার্ডে Save করে রাখি। কিন্তু সিম কার্ড অথবা মোবাইলে ফোন নম্বর Save করার নির্দিষ্ট একটা পরিমাণ আছে। তাই যত ইচ্ছা তত নম্বর আমরা সংরক্ষণ করতে পারিনা, অতিরিক্ত নম্বর আমাদের লিখে রাখতে হয়। আর সিমে অথবা মোবাইল ফোনে নম্বর রাখলে তা ডিলিট অথবা মোবাইল নষ্ট হয়ে গেলে নম্বর হাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া সিম কার্ড যদি বদলানো হয় তাহলে সবগুলো নম্বর আবার নতুন করে Save করতে হয়। এটা খুবই বিরক্তিকর আর সময়সাপেক্ষ একটা কাজ।
তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি একটা উপায় আপনাদেরকে বলব।
সেই উপায়টি হলোঃ সিম কার্ড বা মোবাইলে Contact Number Save না করে Google Account এ Save করা।
বর্তমানে আমাদের মধ্যে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। আর যাদের স্মার্টফোন আছে তাদের মোবাইলে একটা Gmail Account থাকেই। তো যখন ফোন নম্বর Save করবেন তখন নম্বর গুলো আপনার Gmail Account এ Save করবেন। তাহলে সিম নষ্ট হোক, মোবাইল হাড়িয়ে যাক কোন সমস্যা নেই। নম্বর গুলো আপনার Gmail Account এ Safe থাকবে। যে Gmail Account এ নম্বর গুলো Save করবেন সেই আইডিটা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন।
আপনি যে মোবাইলে নম্বর গুলো নিতে চান সে মোবাইলে শুধু আপনার ফোন নম্বর গুলো যে একাউন্টে Save করেছেন সেই Gmail Account টা Login করলেই হবে।

Google এ কিভাবে Contact Number Save করবেনঃ

Number Save করার সময় শুধু Saving Location টা Sim/Mobile থেকে Gmail সিলেক্ট করে দিবেন আর মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু রাখবেন। ব্যস আর কিছু করা লাগবে না। Contact Save করার সময় Wifi বা Mobile Data চালু রাখতে হবে কারন আপনার Save করা কন্টাক্ট নম্বরটা Google এর ডাটাবেসে Sync হবে বা Upload হবে, এতে সামান্য কিছু KB খরচ হতে পারে ?….

বিঃদ্রঃ Google এ আপনি যত ইচ্ছা নম্বর রাখতে পারবেন। আর নম্বর এর নাম অনেক বড় লিখতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ নাম লিখতে পারবেন। তার সাথে যার নম্বর সেইভ করছেন তার নাম, ঠিকানা, ইমেইল এড্রেস, ওয়েবসাইট, সোসিয়াল লিংক ইত্যাদিও সেইভ করে রাখতে পারবেন।

  • আমার ওয়েবসাইট ভিজিট করুন।
  • 6 thoughts on "Google এ Contact Number Save করুন আর সুরক্ষিত রাখুন আজীবন"

      1. Bear Grylls Author Post Creator says:
        thx
    1. Djj Shuvo Contributor says:
      Besi karap na
    2. MD_Tuofiq Contributor says:
      হুম জানি
      1. Bear Grylls Author Post Creator says:
        good

    Leave a Reply