নেটফ্লিক্স হলো কানাডা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনোদন ধর্মী প্রতিষ্ঠান।
এটিতে বিভিন্ন জনপ্রিয় নিজস্ব নেটফ্লিক্স এর ওয়েব সিরিজ এবং মুভি হাই রেজুলেশনে স্ট্রিমিং করা যায়।তাই এটি আধুনিক 4k টিভির জন্য অনেকটা জনপ্রিয়।
এটির সেবা বর্তমানে ১৯০ টি দেশে চালু রয়েছে।
নেটফ্লিক্স এর সদর দপ্তর কালিফোর্নিয়া,যুক্তরাষ্ট্রে হলেও আপনি শুনে খুশী হবেন যে এটির কার্যালয় বাংলাদেশেও রয়েছে। নেটফ্লিক্স এর মাসিক আয় প্রায় ৬ হাজার কোটি বাংলাদেশী টাকার মতো।
নেটফ্লিক্স এর মোট সম্পত্তি প্রায় ৩ লক্ষ কোটি বাংলাদেশী টাকার মতো
এটিতে প্রায় ৭ হাজার কর্মচারী কাজ করেন। নেটফ্লিক্স এর প্রথম ধারাবাহিক নাটক এর নাম- “হাউজ অব কার্ডস”
আশা করি এটির সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন।
চলুন কিছু জনপ্রিয় নেটফ্লিক্স ওয়েবসিরিজ এর লিস্ট দেখা যাকঃ-
জনপ্রিয় ওয়েবসিরিজঃ-
Queer Eye
Outer Banks
Better Call Saul
White Lines
The Big Flower Fight
Blood & Water
Time to Eat
Too Hot To Handle
Dead to Me
Never Have I Ever
Tiger King: Murder, Mayhem, and Madness
Unorthodox
কিছু কিছু ওয়েবসিরিজ বাংলাদেশ লোকেশন এর জন্য এভিলেবল না সেগুলো আপনারা ভিপিএন ইউজ করে স্ট্রিম করতে পারবেন।
নেটফ্লিক্স এর জনপ্রিয় মুভিগুলোঃ-
Game Over
Haraamkhor
Garbage
Inception
Free Fire
Snowpiercer
Spider-Man: Into the Spider-Verse
Indiana Jones
Master Z: Ip Man Legacy
The Night Comes for Us
আশা করি পোস্ট টির মাধ্যমে নেটফ্লিক্স ব্যবহারকারীরা এবং নতুনেরাও কিছুটা জানতে ও সহযোগীতা পাবেন।
আর আপনারা যদি নাম মাত্র দামে নেটফ্লিক্স এবং স্পোটিফাই খুজেন।
তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
টেলিগ্রামে আমিঃ-
Bokul
8 thoughts on "নেটফ্লিক্স এর মাসিক আয় এবং টপ ওয়েবসিরিজ ও মুভিগুলোর নাম দেখে নিন।"