শুরু হচ্ছে ‘রেজার ভ্যালরেন্ট কাপ

দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা ‘রেজার ভ্যালরেন্ট কাপ’। দেশের অন্যতম শীর্ষ কম্পিউটার শপ Star Tech এবং গেমিং হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা কোম্পানি Razer এর যৌথ আয়োজনে বিজয়ীরা পাবে ৫০ হাজার টাকার পুরস্কার।

বিনামূল্যেই অংশগ্রহণ করা যাবে

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিদের পুরষ্কার

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারি দল পাবে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারি দল পাবে ১০ হাজার টাকা ।

যেভাবে রেজিস্ট্রশন করবেন

টুর্নামেন্ট অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ভিত্তিক টুর্নামেন্ট চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে।

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন এবং ফর্মটা ফিলাপ করুন

img 612f84a547d09

প্রতিযোগিতার কমিউনিটি পার্টনার স্টার টেক গেমিং লিজিয়ন। প্রতিযোগিতা সম্পর্কে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে। ভার্চুয়ালি হলেও তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

 

5 thoughts on "দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট, বিজয়ীরা পাবে ৫০ হাজার টাকার পুরস্কার!"

    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Valorant
  1. idiosyncratical Contributor says:
    গেম সম্পর্কে বর্ণনা দিন
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      valorant লিখে গুগলে সার্চ দেন, এটা একটা পিসি গেম ।

Leave a Reply