আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে ইমেজের তথ্য দেখবেন মানে এক কথায় যাকে ইমেজ মেটাডাটা বলে । আমরা তো নরমালি কিছু ওয়েবসাইট ব্যবহার করে মেটাডাটা জানি কিন্তু একটু ভিন্ন যানা যাক।

Image Metadata কি?  

Image metadata হলো একটি  ইমেজের সকল তথ্য বের করা।  আর একটু সহজ করে বললে বলা যায় একটি ছবি কোন ফোন দিয়ে তোলা কি ব্যবহার করা হয়েছে সকল তথ্যই হচ্ছে image metadata।

একটি উদাহরণ দেওয়া যাক : ধরুন আপনি ফেইসবুক ব্যবহার করছেন হঠাৎ করে দেখলে যে কেউ একজন আপনার আইডি কার্ড এর ছবি আপলোড করছে সেটা কি সত্যি আপনার নাকি অন্য কারো সেটা জানা তো দরকার। তখন আপনি কিভাবে বুঝবেন সেটা নকল নাকি আসল। নকল নাকি আসল সেটা জানার জন্য অবশ্যই জানতে হবে যে ছবিটা কে তুলছে এবং কখন তুলছে কোথায় থেকে তুলছে এবং  আপনার জানতে হবে যদি নকল হয় তাহলে কি দিয়ে ইডিটিং করছে এবং কি কি ব্যবহার করে করা হইছে ইত্যাদি ।

অনেক সুবিধা অসুবিধা ও আছে আমি সেই গুলো বলতে চাচ্ছি না । আমি যা দেখাচ্ছি শুধু এডুকেশন পারপাস এর জন্য।  আশা করি এখন বুঝতে পারছেন তো বেশি কথা না বলে শুরু করা যাক।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

এখন আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

pkg update && pkg upgrade -y

apt update && apt upgrade -y

উপরে দুইটি কমান্ড দেওয়া আছে যেটা আপনার ইচ্ছে সেটা ব্যবহার করবেন।

এখন আমরা image Metadata এর টুলসটি ইনস্টল করবো।

pkg install exiftool -y

এখন চাইলে আপনি apt install exif ও দিতে পারেন।

টুলস ইনস্টল করা শেষ।  এখন আমরা একটি ছবির metadata বের করবো। উপরে যেই কমান্ড দেওয়া আছে যেটা হচ্ছে

exiftool /sdcard/abir.jpg

এখানে আপনি exiftool লিখবেন এবং আপনার ছবিটা কোথায় আছে সেই লোকেশন দিতে হবে যেমন আমি দিছি /sdcard/abir.jpg।  তার মানে আমার ছবিটি আছে ফোন মেমোরিতে আর আবির হচ্ছে নাম আর jpg হচ্ছে ছবি extension বা কোন ফরমেটে আছে সেটা।

দেখতে পাচ্ছেন একটি ছবি থেকে কি পরিমাণ তথ্য পাওয়া যায়।

এখন আপনি চাইলে কিছু কমন metadata যাচাই করতে পারেন।

উদাহরণ : ধরুন আপনি একটা ছবি পাইলেন সেই ছবির সব কিছু আপনার ভালো লাগলো ।তখন তো মনে প্রশ্ন হবে ছবিটা কিভাবে তুলছে ISO কত ছিলো white balance কত shutter speed কত ইত্যাদি ইত্যাদি বিষয় জানার আগ্রহ আপনার হবে।

সেই জন্য কমন কমান্ডটি ব্যবহার করে।

exiftool -common (filename.jpg)

চাইলে ছবির টাইম লোকেশন ইত্যাদি জানতে পারবেন।

exiftool (filename) । grep GPS

আপনি চাইলে ছবির উচ্চা লম্বা দৈর্ঘ্য প্রস্থ সব

exiftool “-*Image*” (filename)

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

14 thoughts on "Termux দিয়ে কিভাবে একটি ছবির সকল তথ্য বের করবেন। আসুন জেনে নেওয়া যাক।"

    1. abir Author Post Creator says:
      Welcome
  1. abdullah.3260 Contributor says:
    (| ) eita ki sign? Keyboard e nai.

    Copy kore dilam kintu location er ta kaj kortecena..

  2. rakibrafi51 Contributor says:
    ভাই, লক করা ফেসবুক id তে কিভাবে সবকিছু দেখা যাবে, এর কোনো হ্যাক আছে?
    1. abir Author Post Creator says:
      যদি থাকে সেটা আমার জানা নাই।
  3. abdullah.3260 Contributor says:
    Last command e keyword er jaigai ki dibo?
    1. abir Author Post Creator says:
      exiftool (filename) । grep GPS
  4. Jamil Contributor says:
    Kun APK diye edit kora eita kivave janbo ?
  5. abir Author Post Creator says:
    Amar upload kora 6 number pic ta dekhen software name ekta option jekhane mediatek lekha ase ..Jodi pic tta edit kora tahole sekhane Oi app er Nam thakbe
  6. Saimur Rahman Contributor says:
    apt install exif কমান্ড কাজ করছে না, নো ফাইল ফাউন্ড দেখায়।
    1. abir Author Post Creator says:
      ভাই লেখা গুলো কেন পরেন না। post ta vlo kore portentous tahole bujte parben.
    2. Saimur Rahman Contributor says:
      আর কি পরবো ভাই, যেভাবে লিখলেন সেভাবেই তো কমান্ডগুলো দিলাম?
  7. abir Author Post Creator says:
    Vaiya apt install exif command টি কালির জন্য আমি ওখানে লিখে দিছে যে চাইলে আপনি এই কমান্ডটি দিতে পারেন।

Leave a Reply