হঠাৎ ফেইসবুকে পরিচয়। কথা চলতে থাকে
রোজই। জমিয়ে পেলেছেন কিছু ঘনিষ্ঠতাও।
পরিণত হচ্ছে মাঝে সাঝে রাগ অনুরাগ। তবে সবই
কিন্তু না দেখা। একে প্রেম বলা যায়, আবার
সময় খাটানোর নিছক বন্ধুত্ব এ রকমও বলা যায়।
এখন ভাবছেন, আরও এগিয়ে যাওয়া ঠিক হবে কি?
নাকি সময় থাকতে সরে পড়াই ভালো। কোনো
সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কয়েকটি বিষয়
ভেবে নিন।
.মনে রাখবেন, অনলাইনের বন্ধুটি ছেলে না
মেয়ে, তা কিন্তু সামনাসামনি না দেখা পর্যন্ত
নিশ্চিত হতে পারছেন না। সে তো শুধু দুষ্টুমি
করেও বানানো পরিচয় দিতে পারে। তাই
নিজের মুঠোফোন নম্বরটি দেওয়ার আগে

নিজেকে প্রশ্ন করুন, আমি কি ওকে সত্যিই মন
থেকে পছন্দ করি?
.সব কথা বা ব্যক্তিগত তথ্য তাড়াহুড়ো করে বলে
ফেলবেন না। একটু রয়েসয়ে পা বাড়ানোই
ভালো।
.অনলাইনে যা বলবেন, তা যেন অসত্য না হয়।
যেমন: আপনি কবিতা লিখতে পারেন না, বললেন
আপনার কাব্যগুণের কথা। গান গাইতে না
পারলেও গর্ব করে বললেন আপনার মধুর কণ্ঠের
কথা! না, এ রকম চলবে না। অসত্যের ওপর কখনো
ব্যক্তিত্ব গড়ে ওঠে না।
.প্রথম দেখা যতটা সম্ভব সংক্ষিপ্ত করুন। একটু
সময় নিন। ওকে বুঝতে এবং একই সঙ্গে ওর কাছে
আপনাকে সুন্দরভাবে প্রকাশ করতে হলে সময়ের
বড় প্রয়োজন।
.প্রথম যেদিন সরাসরি দেখা হবে, আপনার খুব
কাছের বন্ধুকে জানিয়ে যাবেন। পরামর্শ
নেবেন।
মনে রাখা ভাল, অনলাইনে সম্পর্ক শুধু সময়
কাটানোর জন্যও হতে পারে। আবার এখান থেকে
গভীর প্রেম, বিয়ে, সুখী সংসার পর্যন্ত হতে
পারে। তাই বিন্দাস ভাবে চুটিয়ে অনলাইন
প্রেম করুন, রোমান্স করুন, ভালো লাগলে
ভালোবাসুন, না হলে না! দেবদাস হয়ে যান।

5 thoughts on "অনলাইন প্রেমের কিছু টিপস"

  1. 420Pain Boy Contributor says:
    Facebook কি আবার বন্ধ হলো? না কি?
    আমার তো opera তে login হচ্ছে না???
  2. Zillur845 Contributor says:
    খুব ভাল টিপস ভাই
  3. Anis Contributor Post Creator says:
    Zillur845@tnx bro

Leave a Reply