সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার

আজকের
টিউন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন।

অ্যাপলের আইফোনের পর এবার ডিসপ্লেতে থ্রি


ডি টাচ প্রযুক্তি নিয়ে আসলো জেডটিই। এই ফোনটর মডেল জেডটিই এক্সন মিনি। এই ফোনটিতে প্রেসার সেনসিটিভ স্ক্রিন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই এন্ড ভয়েস স্ক্যানার রয়েছে। প্রতিটি ফিচার ব্যবহার করা যাবে সেটটির নিরাপত্তা প্রদানে। 
_____________________________________________________
৫.২ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লের এই ফোনের রেজুলেশন ১০৮০x ১৯২০ পিক্সেল। ফোনটির ডিসপ্লের পিক্সেল পার ডেনসিটি ৪২৪ পিপিআই। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। অক্টা কোরের প্রসেসরের সঙ্গে এতে রয়েছে ৩ জিবি র‌্যাম। বিল্ট ইন মেমোরি ৩২ জিবি যা অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
_____________________________________________________
জেডটিই এক্সন মিনিতে ১৩ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফি প্রেমীদের জন্য ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 
_____________________________________________________
সারাদিন ব্যাকআপের জন্য ফোনটিতে ২৮০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি রয়েছে। 
_____________________________________________________
ডুয়েল সিম সমৃদ্ধ ফোনটির মূল্য ৪০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩১ হাজার ২০০ টাকা।
_____________________________________________________
ফেছ্বুকে আমি
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com
______________________________________

Leave a Reply