সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার

আজকের
টিউন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন।__________________________________________________
ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের হ্যান্ডসেট বাজারে
নকিয়া ২৩০ নামের একটি সাশ্রয়ী ফিচার ফোন এনেছে
মাইক্রোসফট। ফিচার ফোন হলেও ডুয়েল সিমের এই
ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়।
__________________________________________________
ফোনটির মূল্য ৫৫ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায়
প্রায় ৪ হাজার ২৪৩ টাকা।__________________________________________________
ফোনটিতে ২৪০*৩২০ পিক্সেল রেজ্যুলেশনের ২.৮ ইঞ্চির
কিউভিজিএ এলসিডি ডিসপ্লে রয়েছে। টাচস্ক্রিন ডিসপ্লের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে নকিয়া সিরিজ ৩০+। ফোনটিতে জিপিআরএস/এজ, ব্লুটুথ, মাইক্রোইউএসবি, ৩.৫ অডিও জ্যাক পোর্ট রয়েছে।
__________________________________________________
নকিয়া ২৩০ ফিচার ফোনে এলইডি ফ্লাশগানের ২ মেগাপিক্সেলের রিয়ার এবং ২ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে আরও আছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।
__________________________________________________
ডিভাইসটিতে ১২০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে সিঙ্গেল সিমে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে বলে দাবী জানিয়েছে মাইক্রোসফট।
_____________________________________________________
ফেছ্বুকে আমি
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com
______________________________________

One thought on "একবার ফোনে চার্জ দিলে টানা ২৭ দিন চলবে নোকিয়ার নতুন ফোন ২৩০"

Leave a Reply