অনেক দিন ধরেই উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম দিয়েই তাঁদের ফোন চালাচ্ছেন। গত বছর কম্পিউটারে উইন্ডোজ ১০ আসার পর তাই অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন অপারেটিং সিস্টেমটি মোবাইলে আপগ্রেড করার জন্য।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তবে টুইটারে ‘লুমিয়াহেল্প’-এর একটি টুইটে বলা হয়েছে, খুব জলদি মোবাইলের জন্য উন্মুক্ত হবে বহুল প্রতীক্ষিত এই অপারেটিং সিস্টেম।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক টিপস্টার জানিয়েছেন, চলতি মাসের ১২ তারিখেই উইন্ডোজ ১০-এর আপডেট পৌঁছানো শুরু করবে উইন্ডোজ অপারেটিংয়ে চালিত স্মার্টফোনগুলোতে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বর্তমানে এই অপারেটিং সিস্টেমটি চালু রয়েছে মাইক্রোসফটের দুটি ফ্যাগশিপ সেট লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল-এ।
তবে উইন্ডোজের সব হ্যান্ডসেটের ব্যবহারকারী এই আপডেট উপভোগ করতে পারবেন না। জানা গেছে, শুধু লুমিয়া ৪৩০, লুমিয়া ৪৩৫, লুমিয়া ৫৩২, লুমিয়া ৫৩৫, লুমিয়া ৫৪০, লুমিয়া ৬৪০, লুমিয়া ৬৪০ এক্সএল, লুমিয়া ৭৩৫, লুমিয়া ৮৩০ ও লুমিয়া ৯৩০ হ্যান্ডসেটগুলোতে আপডেট করা যাবে উইন্ডোজ ১০। এ ছাড়া লাগবে ৮ জিবি ইন্টারনাল ফ্রি মেমোরি এবং লুমিয়া ডেনিম আপডেট।
আজকের মত এখানেই থাক সবাই ভাল থাকবেন।